বিশ্বনাথে পুড়ে ছাই হলো পাইকারী দোকানের ৩০ লাখ টাকার মালামাল

Ayas-ali-Advertise
বিশ্বনাথে পুড়ে ছাই হলো পাইকারী দোকানের ৩০ লাখ টাকার মালামাল
বিশ্বনাথে পুড়ে ছাই হলো পাইকারী দোকানের ৩০ লাখ টাকার মালামাল
বিশ্বনাথে পুড়ে ছাই হলো পাইকারী দোকানের ৩০ লাখ টাকার মালামাল
বিশ্বনাথে পুড়ে ছাই হলো পাইকারী দোকানের ৩০ লাখ টাকার মালামাল
Facebook
Twitter
WhatsApp

সিলেটের বিশ্বনাথে একটি পাইকারী দোকানের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দোকানে রাখা সব মালামাল পুড়ে ভস্ম হয়ে গেছে। এতে প্রাথমিকভাবে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) ভোররাতে উপজেলার সিঙ্গেরকাছ বাজারে মের্সাস ‘এনামুল হক এন্ড বাদার্স’ নামক প্রতিষ্ঠানে আগুন লাগে।

জানা গেছে, দোকানের ভেতরে সাতজন নলকূপ স্থাপনকারী শ্রমিক রাতে ঘুমাচ্ছিলেন। ভোররাতে ঘুমন্ত অবস্থায় তাদের গায়ে আগুনের তাপ লাগতে শুরু করলে একপর্যায়ে ঘুম ভেঙে যায়। তারা আগুন দেখতে পেয়ে কোনোমতে দোকানের সাটার খুলে বের হয়ে প্রাণে রক্ষা পান। তাদের চিৎকারে আশপাশের লোকজন এসে প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে দীর্ঘ চেষ্টা শেষে আগুন নিয়ন্ত্রণে আনেন।

দোকানের সত্তাধিকারী এনামের ভাতিজা জুমেল আহমদ জানান, “প্রতি দিনের মতো রাত ১০টার দিকে আমরা গুদামে কিছু মালামাল লোড করার পর দোকান বন্ধ করে বাড়িতে চলে যাই। পরে ফজরের পর আমাদের কাছে ফোন আসে, দোকানে আগুন লেগেছে। ঘটনাস্থলে গিয়ে দেখি বাজারের মানুষ পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় প্রাথমিকভাবে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে। ধারণা করা হচ্ছে, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এ ঘটনা ঘটতে পারে।

বিশ্বনাথ থানা অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক বলেন, “ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪