অবশেষে পদাবনতি হয়ে বদলি হলেন বিশ্বনাথের আলোচিত স্বাস্থ্য কর্মকর্তা সুমন

Ayas-ali-Advertise
অবশেষে পদাবনতি হয়ে বদলি হলেন বিশ্বনাথের আলোচিত স্বাস্থ্য কর্মকর্তা সুমন
অবশেষে পদাবনতি হয়ে বদলি হলেন বিশ্বনাথের আলোচিত স্বাস্থ্য কর্মকর্তা সুমন।
অবশেষে পদাবনতি হয়ে বদলি হলেন বিশ্বনাথের আলোচিত স্বাস্থ্য কর্মকর্তা সুমন
অবশেষে পদাবনতি হয়ে বদলি হলেন বিশ্বনাথের আলোচিত স্বাস্থ্য কর্মকর্তা সুমন।
Facebook
Twitter
WhatsApp


সিলেটের বিশ্বনাথের আলোচিত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. দেলোয়ার হোসেন সুমনকে পদাবনতি (ডিমোশন) করে ছাতক উপজেলার ছৈলা-আফজলাবাদ ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে সহকারী সার্জন (নিয়মিত) হিসেবে বদলি করা হয়েছে। পাশাপাশি তাঁকে সিলেট ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির লেকচারার পদে সংযুক্ত করা হয়েছে। সংযুক্তিকালীন সময়ে তিনি মূল কর্মস্থল থেকেই বেতন-ভাতা প্রাপ্য থাকবেন।

রোববার (২৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের পক্ষে পরিচালক (প্রশাসন) ডা. এবিএম আবু হানিফ স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে এই আদেশ জারি করা হয়।

এদিকে, দেলোয়ার হোসেন সুমনের স্থলাভিষিক্ত হিসেবে বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) পদে নিয়োগ দেওয়া হয়েছে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (হোমিওপ্যাথিক) মো. আনিসুল হোসেনকে।

উল্লেখ্য, বিশ্বনাথ উপজেলার আটপাড়া গ্রামের বাসিন্দা ডা. শাহাদাত হোসেনের ছেলে মো. দেলোয়ার হোসেন সুমনের বিরুদ্ধে অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও দুর্নীতিসহ নানা অভিযোগ এনে তাঁর অপসারণের দাবিতে দীর্ঘদিন ধরে মানববন্ধন, সভা ও স্মারকলিপি প্রদান কর্মসূচি চালিয়ে আসছিলেন স্থানীয় স্বাস্থ্যসচেতন নাগরিক ও সেবা প্রত্যাশীরা।

স্থানীয়দের মতে, প্রজ্ঞাপনে আদেশটিকে ‘বদলি’ বলা হলেও এটি কার্যত পদাবনতি। কারণ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব পালনের পর তাঁকে ইউনিয়ন পর্যায়ের একটি স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়েছে, যেখানে প্রশাসনিক কোনো ক্ষমতা নেই।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. দেলোয়ার হোসেন সুমন বলেন, “আমি বদলির আদেশটি পেয়েছি। আমাকে কেন বদলি করা হয়েছে, সেটি স্বাস্থ্য অধিদপ্তর ভালো জানেন। এ বিষয়ে আমার কিছু বলার নেই।”

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪