যুক্তরাজ্যের দক্ষিণ-পূর্ব লন্ডনের ইরিথ এলাকায় শুক্রবার (১১ জুলাই) গভীর রাতে একটি স্ক্র্যাপ ইয়ার্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মেপল ক্রিসেন্টে অবস্থিত একটি গুদামঘরে রাত ১১টার দিকে আগুন লাগার ঘটনা ঘটে। পরে দ্রুত আগুন ছড়িয়ে পড়লে পরিস্থিতি আরো বিপজ্জনক হয়ে ওঠে। এসময় সেখানকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়।
জানা যায়, শুক্রবার রাতে আগুন লাগার পরপরই, আগুন নিয়ন্ত্রণে আনতে এলএফবি’র ১৫০ দমকলকর্মী দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। আগুন নেভাতে ২৫টি ফায়ার ইঞ্জিন, দুটি ৩২ মিটার উঁচু টার্নটেবিল ল্যাডার এবং ফায়ার বোটসহ অন্যান্য জরুরি সরঞ্জাম পাঠানো হয়। প্রায় ৬ ঘণ্টার নিরলস চেষ্টার পর, ভোর ৬টা ৫২ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
লন্ডন ফায়ার ব্রিগেড (এলএফবি) জানায়, আগুনে তিনটি ডিগার এবং বেশ কয়েকটি গাড়ি পুড়ে গেছে। তবে, এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনও তদন্ত করা হচ্ছে।
এলএফবি জানায়, ধোঁয়ার পরিমাণ বেশি হওয়ায় স্থানীয় বাসিন্দাদের জানালা এবং দরজা বন্ধ রাখার পরামর্শ দেওয়া হয়েছে। এ ঘটনা এলাকাজুড়ে আতঙ্ক সৃষ্টি করলেও, দমকল বাহিনীর দ্রুত পদক্ষেপের ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেছে।
এলএফবি আরও জানায়, আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির ব্যাপারে বিস্তারিত তদন্ত চলছে।
আরও পড়ুন:: যুক্তরাষ্ট্রে ভোট জালিয়াতি, বাংলাদেশি ২ কাউন্সিলরের কারাদণ্ড ও জরিমানা









