ঢাকা, সিলেট, কুমিল্লা ও ময়মনসিংহ বিভাগের কিছু এলাকায় হালকা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগে কমতে পারে সামান্য রাতের তাপমাত্রা। তবে দেশের অন্যান্য এলাকায় তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম স্বাক্ষরিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। এতে উল্লেখ করা হয়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও আশপাশের এলাকায় বিস্তৃত রয়েছে এবং মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) কুমিল্লা, ঢাকা, সিলেট ও ময়মনসিংহ বিভাগের কিছু স্থানে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, দেশের অধিকাংশ স্থানে আংশিক মেঘলা আকাশ থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। শেষরাত থেকে সকাল পর্যন্ত কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে।
শুক্রবার (৩১ জানুয়ারি) কুমিল্লা ও কিশোরগঞ্জ অঞ্চলসহ ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। অন্য অঞ্চলে আবহাওয়া শুষ্ক থাকবে এবং রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
শনিবার (১ ফেব্রুয়ারি) সারাদেশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। শেষরাত থেকে সকাল পর্যন্ত কুয়াশার দাপট থাকতে পারে। এদিন ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে দেশের অন্যান্য এলাকায় তাপমাত্রা স্থিতিশীল থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিনে দেশের আবহাওয়ায় সামান্য পরিবর্তন আসতে পারে।
আরোও পড়ুন:: শীত নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস।