বৃহস্পতিবার থেকে দেশে তাপমাত্রা কমার প্রবণতা দেখা যাচ্ছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার পার্থক্য উল্লেখযোগ্যভাবে কমে গেছে। রাজশাহীর বাঘাবাড়ীতে গতকাল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২২ ডিগ্রি সেলসিয়াস। আর আজ সেখানে সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ৯.৬ ডিগ্রি সেলসিয়াসে। তেঁতুলিয়ায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অফিস জানিয়েছে, এই দুই অঞ্চলে শৈত্যপ্রবাহ চলছে এবং এটি আরও কিছুদিন স্থায়ী হতে পারে। আগামীকাল শনিবার দেশের বিভিন্ন অঞ্চলে রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। তবে দিনের তাপমাত্রা প্রায় একই থাকবে বলে পূর্বাভাস বলা হয়েছে।
ঢাকাতেও শীতের তীব্রতা বেড়েছে। গতকাল রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩ ডিগ্রি সেলসিয়াস। আর আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৩.৪ ডিগ্রি সেলসিয়াস।
আরোও পড়ুন:: এসএসসি পাসে চাকরির দেবে ইউএস-বাংলা এয়ারলাইন্স।