সিলেটের বিশ্বনাথে আবারও ভারতীয় চোরাই চিনি উদ্ধার করেছে পুলিশ। তবে বারবার পণ্য উদ্ধারের পরও চোরাকারবারি চক্র অধরাই রয়ে যাচ্ছে।
বুধবার (৮ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে খাজাঞ্চি ইউনিয়নের বাওয়ানপুর গ্রামের একটি রাস্তার পাশে পরিত্যক্ত অবস্থায় ১০ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করেছে বিশ্বনাথ থানা পুলিশ। ৫০ কেজি করে ৯ বস্তা চিনির বাজারমূল্য প্রায় ৭০ হাজার টাকা। তবে এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
সূত্র জানায়, রাত্রিকালীন দায়িত্ব পালনকালে স্থানীয় লোকজনের সহায়তায় তারা পরিত্যক্ত অবস্থায় চিনির বস্তাগুলো উদ্ধার করেন। স্থানীয়রা জানান, একটি পিকআপ থেকে চোরাকারবারিরা বস্তাগুলো রেখে পালিয়ে যায়। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ চিনিগুলো জব্দ করে থানায় নিয়ে যায়।
এর আগেও, ভারতীয় চিনি ও অন্যান্য পণ্য পাচারকালে ছিনতাই এবং উদ্ধারের ঘটনায় চোরাকারবারি সিন্ডিকেটে সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছিল। স্থানীয়রা দাবি করেন, থানা পুলিশের কিছু অসাধু সদস্য এ সিন্ডিকেটে জড়িত থাকায় এই রুটে নিয়মিতভাবে চোরাইপণ্য পাচার হয়। বিশেষ করে পুলিশের সাবেক এএসআই আবু সালেহ ও কনস্টেবল শামসুল ইসলামের নাম বারবার উঠে আসে।
এ বিষয় বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল মিয়া বলেন, “৯ বস্তা চিনি জব্দ করা হয়েছে। চোরাকারবারি সিন্ডিকেটের সদস্যদের শনাক্ত করতে আমাদের তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।”
আরোও পড়ুন:: বিশ্বনাথে নিরাপদ অভিবাসন সচেতনতামূলক পটগান প্রদর্শনী অনুষ্ঠিত