সিলেটের বিশ্বনাথে দুই দিনব্যাপী নিরাপদ অভিবাসন এবং বিদেশ ফেরত অভিবাসীদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক পটগান প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। সোমবার ও মঙ্গলবার উপজেলার রামপাশা, লামাকাজী, খাজাঞ্চী এবং অলংকারী ইউনিয়নের বিভিন্ন বাজার ও শিক্ষাপ্রতিষ্ঠানে এ প্রদর্শনীগুলো আয়োজন করা হয়।
ইউরোপীয় ইউনিয়ন ও ব্র্যাকের যৌথ অর্থায়নে, ব্র্যাক বাস্তবায়িত ‘ইম্প্রুভড সাসটেইনেবল রিইন্টিগ্রেশন অব বাংলাদেশি রিটার্নি মাইগ্রেন্টস’ (প্রত্যাশা-২) প্রকল্পের অধীনে রূপান্তর সংস্থার পরিবেশনায় এ পটগান প্রদর্শিত হয়। অনুষ্ঠানের সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন প্রোগ্রাম অর্গানাইজার আনহার আলী।
সোমবার বিকেলে লামাকাজী বাজারে পটগান পরিবেশনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন লামাকাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি মিজানুর রহমান মিজান, লামাকাজী ইউনিয়ন পরিষদের সদস্য জিসু আচার্য্য ও সুনাবান বিবি, আশুগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক রেন্টু আলী, দোহাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামিমা বেগম এবং বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান।
অনুষ্ঠানে প্রবাসবন্ধু ফোরাম বিশ্বনাথের তথ্য ও প্রচার সম্পাদক তাজুল ইসলাম, বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য নূর উদ্দিন, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সদস্য বদরুল ইসলাম মহসিন এবং স্বেচ্ছাসেবক আব্দুল আলীম, হাফছা বেগম ও শুকরান আহমদ রানা প্রমুখ।