মহান মুক্তিযুদ্ধের বীর মুক্তিযোদ্ধা নায়েক গোলাম মোস্তফার সম্মানে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে জামায়াতে ইসলামী। শনিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী, অলংকারী এবং কামালবাজার ইউনিয়ন জামায়াতের যৌথ উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট মহানগরের নায়েবে আমীর ড. নুরুল ইসলাম বাবুল। তিনি মুক্তিযোদ্ধাদের অবদানের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, স্বাধীনতা অর্জনে তাঁদের ভূমিকা আমাদের জাতির গর্ব। সংবর্ধিত অতিথি মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা তার বক্তব্যে মুক্তিযুদ্ধের অভিজ্ঞতা এবং স্বাধীনতার গুরুত্ব তুলে ধরেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট জেলা মজলিসে শুরার সদস্য ও বিশ্বনাথ উপজেলা জামায়াতের আমীর মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকী। এছাড়া, সিলেট জেলা পশ্চিম ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি আবু জুবায়ের এবং সংশ্লিষ্ট ইউনিয়নের আমীররা উপস্থিত ছিলেন।
বক্তারা মুক্তিযোদ্ধাদের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে ভবিষ্যৎ প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানার আহ্বান জানান। সংবর্ধনা অনুষ্ঠান শেষে মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফাকে বিশেষ সম্মাননা প্রদান এবং দোয়া মাহফিলের মাধ্যমে সভার সমাপ্তি ঘটে।