লন্ডনভিত্তিক চ্যারিটি সংগঠন সিডস অফ সাদাকা-এর অর্থায়নে সিলেটের বিশ্বনাথ উপজেলায় বিশুদ্ধ খাবার পানি বিতরণ প্রকল্প “কমিউনিটি মেগা ওয়েল প্রকল্প”-এর তৃতীয় ও চতুর্থ উদ্যোগের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেল ৩টায় রামপাশা ইউনিয়নের ১ ও ২ নম্বর ওয়ার্ডে এই প্রকল্পগুলির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা মজলিসে শুরার অন্যতম সদস্য এবং বিশ্বনাথ উপজেলা আমীর মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামী বিশ্বনাথ উপজেলার বায়তুলমাল সেক্রেটারি মোহাম্মদ আশিকুর রহমান, উপজেলা মজলিসে শুরা ও কর্মপরিষদ সদস্য হাফিজ মোহাম্মদ আলী, খাজাঞ্চী ইউনিয়ন আমীর গিয়াস উদ্দিন সাদী এবং রামপাশা ইউনিয়ন জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি হাফিজ মোহাম্মদ আব্দুল কাইয়ুম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রামপাশা ইউনিয়ন জামায়াতের সহ-সভাপতি মাস্টার মনোহর আলী, কাজী আ.ন.ম মাসুম, সৈয়দ আলম, কালাল মিয়া, হাবিব উল্লাহ, মধু মিয়া, আব্দুল করিম, আব্দুল রহিম, আতাউর রহমান এবং তাজুল ইসলাম লিপন মিয়া প্রমুখ।
এছাড়া, গত শুক্রবার (১৩ ডিসেম্বর) রামপাশা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আমতৈল মাখর গাঁও গ্রামে এই প্রকল্পের আওতায় আরেকটি উদ্যোগ উদ্বোধন করা হয়।
প্রকল্পের আওতায় গ্রামাঞ্চলের চার শতাধিক পরিবার বিশুদ্ধ খাবার পানির সুবিধা পাবে, যা তাদের জীবনযাত্রার মান উন্নত করতে সহায়ক হবে। সংগঠন কর্তৃপক্ষ জানিয়েছে, এই প্রকল্পটি গ্রামীণ জনগণের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলবে এবং তাদের স্বাস্থ্য ও জীবনমানের উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।