উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করলেন আসিফ ও মাহফুজ

Ayas-ali-Advertise
উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করলেন আসিফ ও মাহফুজ
আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও মাহফুজ আলম।
উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করলেন আসিফ ও মাহফুজ
আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও মাহফুজ আলম।
Facebook
Twitter
WhatsApp

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন ছাত্র প্রতিনিধি মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় তারা পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে প্রধান উপদেষ্টার কার্যালয়ের একটি দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে।

জুলাইয়ের গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের প্রতিনিধি হিসেবেই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন মাহফুজ ও আসিফ। পদত্যাগের আগে মাহফুজ আলম তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্বে ছিলেন।

অন্যদিকে আসিফ মাহমুদ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে কর্মরত ছিলেন।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। গঠনের সময় উপদেষ্টা পরিষদে সদস্য ছিলেন ২৩ জন। তাদের মধ্য থেকেই তিন ছাত্র প্রতিনিধি এ পর্যন্ত পদত্যাগ করলেন।

উপদেষ্টা পরিষদে থাকা আরেক ছাত্র প্রতিনিধি মো. নাহিদ ইসলাম গত ২৫ ফেব্রুয়ারি পদত্যাগ করেন। পরে তিনি জুলাইয়ের গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের উদ্যোগে গঠিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক হিসেবে দায়িত্ব নেন।

মাহফুজ আলম শুরুতে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। গত বছরের ২৮ আগস্ট তিনি এ পদে নিয়োগ পান। পরে ১০ নভেম্বর উপদেষ্টা হিসেবে শপথ নেন। নাহিদ ইসলামের পদত্যাগের পর তাকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়।

অন্যদিকে আসিফ মাহমুদ প্রথমদিকে শ্রম মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। পরবর্তী সময়ে প্রয়াত এ এফ হাসান আরিফকে সরিয়ে গত নভেম্বর তাকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। এরপর তিনি এলজিআরডি এবং যুব ও ক্রীড়া—দুই মন্ত্রণালয়েরই দায়িত্ব পালন করেন।

দুই ছাত্র প্রতিনিধি উপদেষ্টার পদত্যাগে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য সংখ্যা কমে দাঁড়িয়েছে ২১ জনে।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪