সম্মুখ সারির জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ৯টা ৪৫ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
শরিফ ওসমান বিন হাদির ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দেওয়া এক পোস্টে তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। পোস্টে উল্লেখ করা হয়, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রামে নিয়োজিত মহান বিপ্লবী ওসমান হাদিকে আল্লাহ তায়ালা শহীদ হিসেবে কবুল করেছেন। একই সঙ্গে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজ থেকেও তার ইন্তেকালের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এর আগে জাতীয় নির্বাচনের তপশিল ঘোষণার পরদিন শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন শরিফ ওসমান বিন হাদি। সে সময় তিনি রিকশায় করে যাচ্ছিলেন। ঢাকা-৮ আসন থেকে সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছিলেন তিনি।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, মোটরসাইকেলে করে আসা দুই দুর্বৃত্ত খুব কাছ থেকে তাকে গুলি করে দ্রুত পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। চিকিৎসকদের ভাষ্যমতে, গুলিটি তার মাথার ডান পাশ দিয়ে প্রবেশ করে বাম পাশ দিয়ে বেরিয়ে যায়। তবে গুলির একটি অংশ তার মস্তিষ্কে থেকে যায়।
পরবর্তীতে পরিবারের সিদ্ধান্তে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতাল এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ পর্যন্ত না ফেরার দেশে পাড়ি জমান তিনি।
ডা. মো. আব্দুল আহাদ জানিয়েছেন, শরিফ ওসমান বিন হাদির মরদেহ শুক্রবার (১৯ ডিসেম্বর) সিঙ্গাপুর থেকে দেশে আনা হবে।








