ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণের সময় এক ঘণ্টা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন সূচি অনুযায়ী, এখন থেকে ভোট শুরু হবে সকাল সাড়ে ৭টা থেকে এবং চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। এতদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হতো।
রোববার (৭ ডিসেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, গণভোট এবং নির্বাচনপূর্ব ও নির্বাচনোত্তর প্রস্তুতি নিয়ে অনুষ্ঠিত পর্যালোচনা সভা শেষে এ সিদ্ধান্তের কথা জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।
তিনি জানান, চলতি সপ্তাহেই নির্বাচনের তপশিল ঘোষণা করা হবে। সোমবার তপশিল রেকর্ডের জন্য বিটিভিকে চিঠি পাঠানোর প্রস্তুতি চলছে। তপশিল ঘোষণার দিন সন্ধ্যায় মাঠ পর্যায়ে বিশেষ বৈঠক অনুষ্ঠিত হবে। সেদিন থেকেই প্রতিটি উপজেলায় আচরণবিধি প্রতিপালনে দুইজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। ভোটের পাঁচ দিন আগে বাড়ানো হবে ম্যাজিস্ট্রেটের সংখ্যা।
নির্বাচন কমিশনার বলেন, ভোটের আগের রাতেই সকল ভোটকেন্দ্রে ব্যালটপত্র পৌঁছে দেওয়া হবে। নির্বাচন পরিচালনায় প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসার হিসেবে সরকারি, আধা সরকারি এবং সরকারি ব্যাংকের কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হবে। তবে বেসরকারি ব্যাংকের কর্মকর্তাদের আপাতত এসব দায়িত্ব দেওয়া হবে না।
ভোটের দিন সাধারণ ছুটি থাকবে উল্লেখ করে তিনি বলেন, ইসির প্রয়োজন অনুযায়ী ব্যাংক ও পোস্ট অফিস খোলা রাখা হবে। তপশিল ঘোষণার পর উপদেষ্টা পরিষদ নতুন কোনো প্রকল্প অনুমোদন করতে পারবে না। পাশাপাশি উপদেষ্টা পরিষদের কেউ পদে বহাল থেকে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না।
তপশিল ঘোষণার পর সর্বোচ্চ ৪৮ ঘণ্টার মধ্যে সব নির্বাচনী পোস্টার অপসারণের নির্দেশ দেওয়া হবে। নির্ধারিত সময়ের মধ্যে পোস্টার না সরালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন সানাউল্লাহ।
তিনি আরও জানান, প্রবাসী ভোটারদের জন্য সোমবার থেকেই ব্যালট ছাপানোর কাজ শুরু হয়েছে।








