আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটের আচরণবিধি কঠোরভাবে নিশ্চিত করতে নির্বাচন কমিশন (ইসি) গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। তফসিল ঘোষণার পরদিন থেকে ভোটগ্রহণের দু’দিন পর পর্যন্ত প্রতিটি উপজেলা ও থানায় ন্যূনতম দুইজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছে সংস্থাটি।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ নির্দেশনা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে প্রস্তুতিমূলক কার্যক্রম চলছে। এ সময়ে মোবাইল কোর্ট আইন, ২০০৯ এর আওতায় আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে প্রতিটি উপজেলা ও থানায় অন্তত দুইজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।
অন্যদিকে, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের ভাষণ রেকর্ড সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারে ভাষণটি প্রচার করা হবে। সেখানে ভোটের তফসিলসহ নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও স্বচ্ছভাবে সম্পন্ন করতে দেশবাসীর সহযোগিতা কামনা করা হবে।
আরোও পড়ুন:: সিআইডি ট্রেনিং সেন্টারে মিলল বিশ্বনাথ থানার সাবেক এসআই রিগানের ঝুলন্ত মরদেহ।







