অতিভারী বৃষ্টিতে বাড়ছে নদ-নদীর পানি, বন্যার কবলে পড়তে পারে ১২ জেলা

Ayas-ali-Advertise
অতিভারী বৃষ্টিতে বাড়ছে নদ-নদীর পানি, বন্যার কবলে পড়তে পারে ১২ জেলা
ফাইল ছবি।
অতিভারী বৃষ্টিতে বাড়ছে নদ-নদীর পানি, বন্যার কবলে পড়তে পারে ১২ জেলা
ফাইল ছবি।
Facebook
Twitter
WhatsApp

অতিভারী বৃষ্টিপাতের কারণে দেশের নদ-নদীর পানি বৃদ্ধি পাচ্ছে এবং ১২ জেলায় বন্যার আশঙ্কা রয়েছে।

রোববার (১৪ সেপ্টেম্বর) পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এ সতর্কতা জারি করেছে।

পাউবো জানিয়েছে, রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীতে পানিসমতল বৃদ্ধি পেতে পারে। বিশেষ করে তিস্তা ও দুধকুমার নদীর পানি বিপদসীমা অতিক্রম করতে পারে। এ পরিস্থিতিতে লালমনিরহাট, নীলফামারি, রংপুর ও কুড়িগ্রাম জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

এছাড়া সিলেট ও ময়মনসিংহ বিভাগের সুরমা, কুশিয়ারা, সারিগোয়াইন, যাদুকাটা, সোমেশ্বরী, ভুগাই-কংস নদীসমূহ সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। এর ফলে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, ময়মনসিংহ, নেত্রকোণা ও শেরপুর জেলাসমূহের নদীসংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

চট্টগ্রাম বিভাগের মুহুরী, সেলোনিয়া, ফেনী ও হালদা নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। বিশেষ করে ফেনী ও চট্টগ্রাম জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪