সিলেটে যানজট নিরসনে একটি সড়কে যান চলাচলে নতুন নির্দেশনা

Ayas-ali-Advertise
সিলেটে যানজট নিরসনে একটি সড়কে যান চলাচলে নিষেধাজ্ঞা
সিলেটে যানজট নিরসনে একটি সড়কে যান চলাচলে নিষেধাজ্ঞা।
সিলেটে যানজট নিরসনে একটি সড়কে যান চলাচলে নিষেধাজ্ঞা
সিলেটে যানজট নিরসনে একটি সড়কে যান চলাচলে নিষেধাজ্ঞা।
Facebook
Twitter
WhatsApp

সিলেট নগরীর যানজট কমিয়ে নগরবাসীর যাতায়াত স্বস্তিদায়ক করতে নতুন পদক্ষেপ নিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। আখালিয়াস্থ মাউন্ট এডোরা হাসপাতালের সামনের ইউটার্ন ব্যবহার করে মদিনা মার্কেটমুখী যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মাউন্ট এডোরা হাসপাতালের সামনে থেকে ইউটার্ন নিয়ে মদিনা মার্কেটের দিকে যাওয়া যানবাহনের কারণে দীর্ঘদিন ধরে ওই সড়কে তীব্র যানজট ও বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছিল। এ অবস্থায় যানবাহন চালকদের এখন থেকে ওই স্থানে ইউটার্ন না নিয়ে হাসপাতাল অতিক্রম করে পরবর্তী নির্ধারিত স্থানে ইউটার্ন নিতে অনুরোধ করেছে পুলিশ।

এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশ এক বিজ্ঞপ্তিতে নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেছে।

এসএমপি কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী বলেন, ‘আপনাদের সহযোগিতা নগরীর যানজট নিরসনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই নির্দেশনা কার্যকর হলে সিলেট নগরীর ট্রাফিক ব্যবস্থাপনা আরও উন্নত হবে বলে আমরা আশা করছি।’

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪