দুই মিনিটেই টিকেট শেষ, এটি কোনো ‘সিস্টেম’ হতে পারে না: সিলেট রেলস্টেশনে ডিসি সারওয়ার

Ayas-ali-Advertise
দুই মিনিটেই টিকেট শেষ, এটি কোনো ‘সিস্টেম’ হতে পারে না: সিলেট রেলস্টেশনে ডিসি সারওয়ার
দুই মিনিটেই টিকেট শেষ, এটি কোনো ‘সিস্টেম’ হতে পারে না: সিলেট রেলস্টেশনে ডিসি সারওয়ার।
দুই মিনিটেই টিকেট শেষ, এটি কোনো ‘সিস্টেম’ হতে পারে না: সিলেট রেলস্টেশনে ডিসি সারওয়ার
দুই মিনিটেই টিকেট শেষ, এটি কোনো ‘সিস্টেম’ হতে পারে না: সিলেট রেলস্টেশনে ডিসি সারওয়ার।
Facebook
Twitter
WhatsApp

সিলেট জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলম বলেছেন অনলাইনে ট্রেনের টিকেট কয়েক মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাওয়া কোনো স্বাভাবিক সিস্টেম হতে পারে না। তিনি বলেন, এটি কালোবাজারি ও সিন্ডিকেটের কাজ — তাই দ্রুত তদন্ত করে দায়ীদের শনাক্ত ও ব্যবস্থা গ্রহণ করা হবে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে সিলেট রেলওয়ে স্টেশনে এক ঝটিকা অভিযানের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিসি এসব কথা বলেন। তিনি জানান, ম্যানুয়ালি টিকেট বিক্রি হতো সে যুগেও কাউন্টার থেকে কিছু মানুষ টিকেট কেটে কালোবাজারি করত; কিন্তু এখন অনলাইনের মাধ্যমে বিভিন্ন স্থান থেকে বড় পরিমাণে টিকেট ক্রয় করে তা কালোবাজারে বিক্রি করা হচ্ছে। “সিন্ডিকেট করছে — অনেকগুলো একাউন্ট করে মুহূর্তের মধ্যে টিকেট নিয়ে নিচ্ছে,” বলেন ডিসি।

ডিসি আরও বলেন, সমস্যাটি হলো অনলাইনে বাংলাদেশের যেকোনো জায়গা থেকেই ট্রেনের টিকেট কাটা যাচ্ছে। তিনি উদাহরণ দিয়ে জানান, আজকের সকালে যে ট্রেনটির কথা—কাউন্টার থেকে কেবলমাত্র এক টিকেট বিক্রি হয়েছে, অথচ অনলাইনে বিভিন্ন জায়গা থেকে প্রায় দুইশো টিকেট কাটা হয়েছে। “এটি কোনোভাবে মেনে নেওয়া যায় না; যাত্রীরা ঠিকমতো টিকেট পাচ্ছেন না,” ডিসি মন্তব্য করেন এবং জানিয়েছেন তারা খুঁজে বের করছেন এই অনিয়ম কোথা থেকে হচ্ছে।

তদন্ত প্রসঙ্গে ডিসি বলেছেন প্রথমত স্থানীয় কোনো কারো জড়িত থাকার সম্ভাব্যতা যাচাই করা হবে। যদি রেলওয়ের কোনো স্টাফ জড়িত থাকে, তাদের বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

এছাড়া ডিসি জানান, রেলওয়ের জায়গায় এখন কিছু অসাধু ব্যক্তি স্থাপনা করে নিয়েছে — সেগুলো উচ্ছেদ করা হবে। সিলেট রুটে অতিরিক্ত বা স্পেশাল ট্রেন চালু করা যায় কি না, তা নিয়েও কাজ চলছে এবং এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

টিকেট কালোবাজারি বন্ধ করার এক প্রস্তাবের কথাও উল্লেখ করেন ডিসি: তিনি বলেন, এনআইডি ছাড়া কোনোভাবেই ট্রেনের টিকেট কেনা-বেচা না করার একটি প্রক্রিয়া চালু করার চেষ্টা করা হবে; এতে টিকেট কালোবাজারি অনেকটা কমে আসবে।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪