দেশের বিভিন্ন এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে বড় পরিসরে শিক্ষক নিয়োগের সুপারিশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। মোট ১৮ হাজার ৮৯৩টি প্রতিষ্ঠানে ৪১ হাজার ৬২৭ জন প্রার্থীকে নিয়োগের সুপারিশ দেওয়া হয়েছে।
বুধবার (১০ সেপ্টেম্বর) এনটিআরসিএর সহকারী পরিচালক ফয়জার আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, আগামী ১৮ সেপ্টেম্বরের মধ্যে সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের অনুকূলে নিয়োগপত্র প্রদান ও যোগদান প্রক্রিয়া সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানদের নির্দেশনা দেওয়া হয়েছে। সেই সঙ্গে যোগদান সম্পন্ন করা শিক্ষকদের এমপিওভুক্তির কার্যক্রমও দ্রুত সম্পাদনের জন্য অনুরোধ জানানো হয়েছে।
এদিকে চলতি বছরের উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার উত্তরপত্র ও ওএমআর শিট জমাদান নিয়ে কড়াকড়ি নির্দেশনা জারি করেছে ঢাকা শিক্ষা বোর্ড। নির্ধারিত সময় অতিক্রম করেও অনেক পরীক্ষক ও প্রধান পরীক্ষক উত্তরপত্র জমা না দেওয়ায় বোর্ড এ বিষয়ে অসন্তোষ প্রকাশ করেছে। এ কারণে নতুন করে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।
সোমবার (৮ সেপ্টেম্বর) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এসএম কামাল উদ্দিন হায়দার এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেন। বিজ্ঞপ্তিতে বিষয়টিকে ‘অতীব জরুরি’ উল্লেখ করে বলা হয়, পরীক্ষকদের অবশ্যই মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) এবং প্রধান পরীক্ষকদের বুধবার (১০ সেপ্টেম্বর) এর মধ্যে উত্তরপত্র ও ওএমআর শিট জমা দিতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যেসব পরীক্ষক নির্ধারিত তারিখে উত্তরপত্র প্রধান পরীক্ষকের কাছে জমা দেননি, তাদের ৯ সেপ্টেম্বরের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে যেসব প্রধান পরীক্ষক উত্তরপত্র মূল্যায়ন শেষে নির্দিষ্ট সময়েও বোর্ডে ওএমআর শিট জমা দেননি, তাদের ১০ সেপ্টেম্বরের মধ্যে ঢাকা শিক্ষা বোর্ডের কম্পিউটার সেন্টারে গিয়ে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ঢাকা শিক্ষা বোর্ড জানিয়েছে, বোর্ডের আওতাধীন সব উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান, পরীক্ষক ও প্রধান পরীক্ষকদের কাছে এ বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে, যেন নির্ধারিত সময়সীমার মধ্যে নির্দেশনা মেনে কার্যক্রম সম্পন্ন করা হয়।