চট্টগ্রামে ছেলেকে হত্যার ঘটনায় সিলেটে বাবা-সৎমা গ্রেফতার

Ayas-ali-Advertise
চট্টগ্রামে ছেলেকে হত্যার ঘটনায় সিলেটে বাবা-সৎমা গ্রেফতার
চট্টগ্রামে ছেলেকে হত্যার ঘটনায় সিলেটে বাবা-সৎমা গ্রেফতার।
চট্টগ্রামে ছেলেকে হত্যার ঘটনায় সিলেটে বাবা-সৎমা গ্রেফতার
চট্টগ্রামে ছেলেকে হত্যার ঘটনায় সিলেটে বাবা-সৎমা গ্রেফতার।
Facebook
Twitter
WhatsApp

চট্টগ্রামের মিরসরাইয়ে ছেলেকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে অভিযুক্ত বাবা নুরুজ্জামানকে গ্রেপ্তার করেছে র‌্যাব। সোমবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিলেটের দক্ষিণ সুরমা থানার কদমতলী এলাকা থেকে তাঁকে আটক করা হয়।

এ সময় একই এলাকার একটি আবাসিক হোটেল থেকে নুরুজ্জামানের দ্বিতীয় স্ত্রী আনোয়ারা বেগমকেও গ্রেপ্তার করা হয়। পারিবারিক দ্বন্দ্ব, বিশেষ করে দ্বিতীয় স্ত্রীকে ঘরে তোলাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়পড়ুয়া ছেলে মোহাম্মদ শাহেদ (২৪) খুন হন।

মামলার তদন্ত কর্মকর্তা মিরসরাই থানার উপপরিদর্শক জাহিদুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, র‌্যাব-৭ এর একটি দল সোমবার সন্ধ্যায় সিলেট থেকে নুরুজ্জামান ও আনোয়ারা বেগমকে আটক করে। মঙ্গলবার দুপুরে তাঁদের মিরসরাই থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে এবং পরে আদালতে তোলা হবে।

তিনি আরও জানান, নুরুজ্জামানের দ্বিতীয় স্ত্রীর বাড়ি সিলেটের জৈন্তাপুরে হলেও তাঁকে সেখান থেকে ধরা হয়নি। নুরুজ্জামান দ্বিতীয় স্ত্রীকে নিয়ে কদমতলী বাসস্ট্যান্ড সংলগ্ন একটি হোটেলে অবস্থান করছিলেন।

উল্লেখ্য, এর আগে ১০ সেপ্টেম্বর সন্ধ্যায় মিরসরাইয়ের মায়ানী ইউনিয়নের পশ্চিম মায়ানী গ্রামে নুরুজ্জামান তাঁর একমাত্র ছেলে মোহাম্মদ শাহেদকে ছুরিকাঘাত করে হত্যা করেন। নিহত শাহেদ চট্টগ্রাম ইসলামী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সপ্তম সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন। সৌদি আরব প্রবাসী নুরুজ্জামানের দ্বিতীয় স্ত্রীকে ঘরে তোলার বিরোধ থেকে এ হত্যাকাণ্ড ঘটে। এ ঘটনায় সেদিন রাতেই নিহতের মা কামারুজ্জাহান বাদী হয়ে নুরুজ্জামান ও তাঁর দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪