সিলেটের বিশ্বনাথে বুধবার (১৪ মে) দুপুরে দক্ষিণ বিশ্বনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮৭ জন মেধাবী ও অস্বচ্ছল শিক্ষার্থীর মধ্যে বৃত্তি ও ছাতা বিতরণ করা হয়েছে। সরুয়ালা ফাউন্ডেশন ট্রাস্ট ইউকে ও আলতাফ-আফিয়া শিক্ষা কল্যাণ ট্রাস্টের যৌথ উদ্যোগে বিদ্যালয় হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শংকর কান্তি মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তা মোজাম্মেল হক।
স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের পরিচালনা কমিটির সাবেক সভাপতি ও বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছয়ফুল হক।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমীর কান্তি দে’র সঞ্চালনায়, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মৃণাল কান্তি সিকদার, পরিচালনা কমিটির সাবেক সভাপতি আব্দুল মান্নান, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি তজম্মুল আলী রাজু, আলতাফ-আফিয়া শিক্ষা কল্যাণ ট্রাস্টের সভাপতি টিপু আলী এবং সহসভাপতি মফিক মিয়া।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিক্ষানুরাগী আব্দুল জলিল রবান, আখলাকুর রহমান, ট্রাস্টের সদস্য নেছার আহমদ মুজিব, সমাজকর্মী শওকত আলীসহ বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা।
আরও পড়ুন:: বিশ্বনাথের খাজাঞ্চী ইউনিয়ন বিএনপির ২ নাম্বার ওয়ার্ড কমিটি বিলুপ্ত ঘোষণা।