সিলেটের বিশ্বনাথের ডাকাতির সরঞ্জামসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত ১২ টা ৩০ মিনিটের দিকে দশঘরের মিয়ারবাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তির নাম আবদুল মুমিন (২৮)। তিনি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাঠলি গ্রামের আবদুল আহাদের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর সার্কেল) আশরাফুজ্জামান পিপিএম জানান, মধ্যরাতে অভিযান চালিয়ে পুলিশ তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে ডাকাতির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
এর আগে, সংঘবদ্ধ একটি ডাকাত দল বাগিচা বাজার, টেংরা, লালটেকসহ বিভিন্ন পয়েন্ট দিয়ে বিশ্বনাথে প্রবেশের চেষ্টা করছে বলে তথ্য পায় পুলিশ। খবর পাওয়ার পর পুলিশ প্রশাসন দ্রুত তৎপরতা বাড়ায় এবং বিভিন্ন এলাকায় ইউনিয়ন চেয়ারম্যান ও এলাকাবাসীকে সতর্ক থাকার আহ্বান জানায়।
ডাকাত প্রবেশের তথ্য সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকাবাসীও সতর্ক হয়ে ওঠে। এরপর মধ্যরাতে চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়ে আবদুল মুমিনকে আটক করে পুলিশ।
বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক জানান, সংঘবদ্ধ ডাকাত দলের প্রবেশের তথ্য পাওয়ার পর পুলিশ তৎপর ছিল। অবশেষে মিয়ারবাজার এলাকা থেকে একজন ডাকাতকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া গ্রহণ করা হবে।
আরও পড়ুন:: বিশ্বনাথে ডাকাত প্রবেশের খবরে তৎপর পুলিশ, উপস্থিত সিলেটের পুলিশ সুপার।