বিশ্বনাথে ডাকাত প্রবেশের খবরে তৎপর পুলিশ, উপস্থিত সিলেটের পুলিশ সুপার

Ayas-ali-Advertise
বিশ্বনাথে ডাকাত প্রবেশের খবরে তৎপর পুলিশ
বিশ্বনাথে ডাকাত প্রবেশের খবরে তৎপর পুলিশ, উপস্থিত সিলেটের পুলিশ সুপার।
বিশ্বনাথে ডাকাত প্রবেশের খবরে তৎপর পুলিশ
বিশ্বনাথে ডাকাত প্রবেশের খবরে তৎপর পুলিশ, উপস্থিত সিলেটের পুলিশ সুপার।
Facebook
Twitter
WhatsApp

সিলেটের বিশ্বনাথ উপজেলায় ডাকাত প্রবেশের গুঞ্জনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে পুলিশ। মঙ্গলবার রাত ১২টার দিকে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক জানিয়েছেন, একদল ডাকাত প্রবেশ করেছে বলে তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় দ্রুত পদক্ষেপ নিয়েছে থানা পুলিশ।

সুত্রে জানা গেছে, ঘটনার খবর শুনে বিশ্বনাথ সদর ইউনিয়নে সিলেটের পুলিশ সুপার মাহবুুবুর রহমান স্বশরীরে উপস্থিত হয়ে অভিযানে নেমেছেন। অপরদিকে, অলংকারী ইউনিয়নে পুলিশের বিশাল দল নিয়ে অভিযান চালাচ্ছেন সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর সার্কেল) আশরাফুজ্জামান পিপিএম।

ডাকাত প্রতিরোধে সর্বোচ্চ তৎপরতা চালিয়ে যাচ্ছে পুলিশ। সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন পুলিশ সুপার মাহবুুবুর রহমান। পাশাপাশি অন্যদেরও সতর্ক থাকতে বলার অনুরোধ করেছেন তিনি।

এদিকে ডাকাত প্রবেশের খবর শুনে উপজেলার বিভিন্ন গ্রামের মসজিদে মাইকিং করা হয়েছে। ডাকাত প্রতিরোধ করতে পুলিশের পাশাপাশি গ্রামবাসী ও যুবকরা একত্রিত হয়ে পাহারা জোরদার করেছেন।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪