বাজার মনিটরিং-এর অংশ হিসেবে সিলেটের বিশ্বনাথ উপজেলার পীরেরবাজার এলাকায় ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায় এবং পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদেরের যৌথ নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এবং মাতৃদুগ্ধ বিকল্প শিশুখাদ্য বিপণন নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে পীরেরবাজারের পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় পীরেরবাজারের বিভিন্ন দোকান ও ফার্মেসিতে বিএসটিআই অনুমোদনহীন পণ্য বিক্রি এবং লাইসেন্স ছাড়া বেবি ফুড ও ওষুধ বিক্রির অভিযোগে এসব প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ অভিযানে প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ও থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:: শুরু হচ্ছে ‘বিশ্বনাথনিউজ বিশ্বনাথ সেরা হাফেজ’ প্রতিযোগিতা ।