দেশব্যাপি আইনশৃঙ্খলা রক্ষা ও সন্ত্রাস দমনে যৌথ বাহিনীর সমন্বয়ে ‘অপারেশন ডেভিল হান্ট’ চালু হতে যাচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে, শনিবার (৮ ফেব্রুয়ারি) থেকে এই বিশেষ অভিযান শুরু হবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগের পরিচালক ফয়সল হোসেন জানিয়েছেন, গাজীপুরসহ দেশের বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালিত হবে। শুক্রবার রাতে গাজীপুরে ছাত্র-জনতার ওপর হামলার পর আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে জরুরি বৈঠক শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
তিনি আরও জানান, রোববার (৯ ফেব্রুয়ারি) এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে ‘অপারেশন ডেভিল হান্ট’ সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।