বিশ্বনাথে প্রবাসীদের জন্য সেবা নিশ্চিতকরণ, সম্পত্তি দখল রোধ এবং আইন-শৃঙ্খলা উন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) রাতে ‘গ্লোবাল বিশ্বনাথ এনআরবি সোসাইটি’র ব্যানারে পৌর শহরের একটি পার্টি হল রুমে এ সভা আয়োজন করা হয়। যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র থেকে আগত প্রবাসী, সাবেক ও বর্তমান জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক এবং সুশীল সমাজের নেতৃবৃন্দের উপস্থিতি এই সভাকে রূপ দেয় এক মিলনমেলায়।
সভায় প্রবাসীরা উল্লেখ করেন, বিমানবন্দরে হয়রানি বন্ধ, বাংলাদেশ বিমানের টিকিটের মূল্য অন্যান্য এয়ারলাইনের সমপর্যায়ে নামানো এবং সম্পত্তি দখল রোধে কঠোর আইন প্রয়োগের ব্যবস্থা নিতে হবে। প্রবাসীদের সম্পত্তি অবৈধভাবে দখল বন্ধ করতে আইনগত পদক্ষেপ এবং দ্রুত আইনি সহায়তার নিশ্চয়তা দাবি করেন তারা।
অন্যদিকে, ভুমি অফিস এবং ইউএনও কার্যালয়ে প্রবাসীদের হয়রানি বন্ধ করে দ্রুত কাঙ্ক্ষিত সেবা প্রদান নিশ্চিত করার আহ্বান জানানো হয়। এছাড়া সিলেট-লন্ডন সরাসরি ফ্লাইট সংখ্যা বৃদ্ধির দাবিও উঠে আসে।
বক্তারা বিশ্বনাথে চুরি-ডাকাতি ও দাদন ব্যবসার ব্যাপক বিস্তারের অভিযোগ করেন। সাইনবোর্ড লাগিয়ে সাদা স্ট্যাম্পে স্বাক্ষর ও ব্ল্যাঙ্ক চেক নিয়ে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ উঠে। গ্রামীণ পর্যায়ে পৌঁছে যাওয়া দখল ও দুর্নীতি বন্ধ করে শান্তি প্রতিষ্ঠার দাবিও করেন তারা।
সভায় বক্তাদের উত্থাপিত দাবির পরিপ্রেক্ষিতে অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর সার্কেল) আশরাফুজ্জামান পিপিএম (সেবা) বলেন, “ইতিমধ্যে চুরি, ডাকাতি ও মাদকের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়েছে এবং অন্যান্যদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। প্রবাসীসহ যে কেউ কোনো দালাল বা তৃতীয় পক্ষের সাহায্য ছাড়াই সরাসরি থানায় অথবা আমার (সার্কেল) অফিসে এসে সেবা নিতে পারবেন। আমরা দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত সেবা প্রদান নিশ্চিত করব।
তিনি আরও বলেন, আমাদের সমাজে অনেক সেবক রয়েছেন, কিন্তু সেবা দেওয়ার মনোভাব সবার মধ্যে নেই। প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে মানবিক মূল্যবোধ কমে যাওয়ায় সমাজে অপরাধপ্রবণতা বৃদ্ধি পাচ্ছে। এসব থেকে আমাদের সন্তানদের সুরক্ষার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আপনাদের সহযোগিতায় আমরা আপনাদের স্বপ্নের পুলিশ হয়ে কাজ করে যাচ্ছি।”
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) রুবেল মিয়া বলেন, “নাগরিক সেবা পেতে দালালের সহায়তা ছাড়াই সরাসরি থানায় আসুন। পুলিশ দ্রুততম সময়ে, কোনো ধরনের হয়রানি ছাড়া আপনাদের সেবা প্রদানে সদা প্রস্তুত।
সকল প্রকার অপরাধীদের আইনের আওতায় আনতে আমাদের পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। কিছু বিষয় আমার ক্ষমতার বাইরে, কিন্তু যেটুকু আমার আওতায় আছে, সেটি শতভাগ আন্তরিকতার সঙ্গে মানুষের সেবায় নিয়োজিত করব।
উপজেলার কোথাও কোনো ধরনের টাকা জমা রেখে বিচার শালিস করা যাবে না। এমন ঘটনা ঘটলে আমাদের জানালে আমরা দাদন ব্যবসায়ীদের আইনের আওতায় আনার জন্য প্রস্তুত আছি।”
বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের সভাপতি মাফিজ খানের সভাপতিত্বে ও সহ সভাপতি মিছবাহ উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান, উপজেলার লামাকাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান, অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান লিটন, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, সাবেক চেয়ারম্যান জালাল উদ্দিন, বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধ আব্দুর রউফ, উত্তর বিশ্বনাথ আমজদ উল্ল্যাহ ডিগ্রি কলেজের অধ্যক্ষ নেছার আহমদ, ছহিফাগঞ্জ এসডি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুর রউফ, বিশ্বনাথ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রবাসী রহমত আলী, যুক্তরাষ্ট্র বিশ্বনাথ সমিতির সাবেক সভাপতি মুজিবুর রহমান মনির, বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের ট্রাস্টি হাসন আলী, আব্দুল মজিদ, প্রভাষক বাবরুল হোসেন বাবুল, আব্দুল গণি, জামাল উদ্দিন, আব্দুল কদ্দুছ, মাসুক আহমদ, ফারুক আহমদ, মুজিবুর রহমান নজির, ডা. শানুর আলী মামুন, দুদু মিয়া, আবুল কালাম, সুহেল মিয়া, রাজনীতিবিধ মাষ্টার ইমাদ উদ্দিন, কাজী আব্দুল ওয়াদুদ, বিশ্বনাথ উপজেলা সমিতির সিলেটের সভাপতি শাখাওয়াত আলী শাহী, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিন।
এসময় সভায় যুক্তরাজ্য-যুক্তরাষ্ট্র থেকে আসা প্রবাসী, রাজনীতিবীদ, সাংবাদিক’সহ বিভিন্ন শ্রেণী-পেশার বিপুল সংখ্যক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আরোও পড়ুন:: বিশ্বনাথে ভারতীয় মদসহ কারবারি গ্রেপ্তার