বিশ্বনাথে ভারতীয় মদসহ কারবারি গ্রেপ্তার

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

সিলেটের বিশ্বনাথে ৬২ বোতল ভারতীয় মদসহ আলী আহমদ (৩০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। তিনি দেওকলস ইউনিয়নের সৎমানপুর গ্রামের এখলিছ আলীর ছেলে।

রবিবার (১৯ জানুয়ারি) দুপুরে আলী আহমদকে সিলেট আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে, শনিবার (১৮ জানুয়ারি) রাত দেড়টায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় পুলিশ তার খাটের নিচ থেকে সাদা পলিথিনে রাখা ৮ বোতল এসি ব্ল্যাক এবং ৫৪ বোতল অফিসার চয়েস মদ উদ্ধার করে।

সূত্রে জানা গেছে, আলী আহমদ দীর্ঘদিন ধরে মাদক চোরাচালান ও বিক্রির সঙ্গে জড়িত। ঘটনার দিন বিক্রির উদ্দেশ্যে মাদকের এই চালান তিনি নিজ বাড়িতে লুকিয়ে রেখেছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তাররে বিষয় নিশ্চিত করে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রুবেল মিয়া বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৬২ বোতল ভারতীয় মদসহ আলী আহমদকে গ্রেপ্তার করা হয়েছে। যথাযথ আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।”

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪