সিলেটের বিশ্বনাথ উপজেলায় জামেয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল, জমিয়তে উলামায়ে ইসলাম ইউকে’র সহ-সভাপতি, মাদানিয়া ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র সাধারণ সম্পাদক এবং মাসিক আল-ফারুকের উপদেষ্টা সম্পাদক আলহাজ্ব হাফিজ হুসাইন আহমদ মডেল প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন।
সোমবার (৬ জানুয়ারি) বিকেলে বিশ্বনাথ মডেল প্রেসক্লাব কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি কামাল মুন্নার সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আক্তার আহমদ শাহেদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মাদানিয়া মাদ্রাসার শিক্ষক হাসান বিন ফাহিম এবং মডেল প্রেসক্লাবের সদস্য জাহাঙ্গীর আলম খায়ের, আশিক আলী, সালেহ আহমদ সাকী, রোহেল উদ্দিন, মিছবাহ উদ্দিন ও বদরুল ইসলাম মহসিন।
মতবিনিময় সভায় অতিথি হাফিজ হুসাইন আহমদ তার বক্তব্যে বিশ্বনাথের সাংবাদিকদের কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং একটি সুস্থ, স্বচ্ছ ও গঠনমূলক সাংবাদিকতার পরিবেশ গড়ে তোলার আহ্বান জানান।
সভা শেষে মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে অতিথিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।