সোনা চোরাচালানের সাথে জড়িত থাকার অপরাধে বিমান জব্দ

Ayas-ali-Advertise
সোনা চোরাচালানের সাথে জড়িত থাকার অপরাধে বিমান জব্দ
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ছবি সংগৃহীত।
সোনা চোরাচালানের সাথে জড়িত থাকার অপরাধে বিমান জব্দ
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ছবি সংগৃহীত।
Facebook
Twitter
WhatsApp

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সোনা চোরাচালানের সাথে জড়িত থাকার অপরাধে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ১৪৮ ফ্লাইটের বোয়িং ৭৭৭-ইআর এয়ারক্রাফটটি জব্দ করেছে শুল্ক বিভাগ।

বিমানটিতে তল্লাশি চালিয়ে আতিয়া সামিয়া নামে এক যাত্রীর কাছ থেকে ২০টি সোনার বার আটক করা হয়। যার বর্তমান বাজারমূল্য প্রায় ২ কোটি ৬০ লাখ টাকা। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

সূত্র মতে, শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের একটি দল বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ১৪৮ ফ্লাইটে আতিয়া সামিয়ার কাছ থেকে প্রায় ২ কেজি ৩০০ গ্রাম সোনার বার উদ্ধার করে। জিজ্ঞাসাবাদে তিনি অনলাইনে সোনা বেচা-কেনার সঙ্গে জড়িত বলে স্বীকার করেছেন। চোরাচালানের অভিযোগে এয়ারক্রাফটটিও অভিযুক্ত হওয়ায় শুল্ক গোয়েন্দা আইন অনুসারে এটি আটক করেছে।

শুল্ক গোয়েন্দা জানায়, উদ্ধার করা সোনার মূল্য প্রায় ২ কোটি ৬০ লাখ টাকা এবং বিমানটির আনুমানিক মূল্য প্রায় ১ হাজার কোটি টাকা। মোট মিলিয়ে আটককৃত মালামালের মূল্য প্রায় ১ হাজার ২ কোটি ৬০ লাখ টাকা। যার বিষয়ে ন্যায় বিচার নিশ্চিত করার জন্য চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার বরাবর চিঠি পাঠানো হয়েছে।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪