Search
Close this search box.

ব্যারিস্টার নাজির আহমদের সিলভার জুবিলী উদযাপন ও নতুন চ্যারিটির ঘোষণা

সিলভার জুবিলী উদযাপন
ব্যারিস্টার নাজির আহমদের সিলভার জুবিলী উদযাপন।
Facebook
Twitter
WhatsApp

ব্রিটিশ সুপ্রিম কোর্টের খ্যাতনামা আইনজীবী, সংবিধান বিশেষজ্ঞ, এবং নিউহ্যাম বারার সাবেক তিনবারের ডেপুটি স্পিকার ব্যারিস্টার নাজির আহমদ তাঁর আইন পেশার ২৫ বছর পূর্তি উপলক্ষে “সিলভার জুবিলী” উদযাপন করেছেন। এ উপলক্ষে তিনি “ইন্সপায়ার এ মিলিয়ন” নামে একটি নতুন চ্যারিটি প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন।

সোমবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় লন্ডন বাংলা প্রেসক্লাবে আয়োজিত “Meet the Press with Barrister Nazir Ahmed” অনুষ্ঠানে তিনি বলেন, “চলতি বছর আমার জীবনের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। ১৯৯৯ সালে লিংকন্স ইন থেকে ব্যারিস্টার হওয়ার পর গত ২৫ বছর ধরে আইন পেশায় সক্রিয় থেকে মানুষের অধিকার রক্ষা ও আইনি সেবা প্রদান করে আসছি। এই দীর্ঘ যাত্রায় মানুষের ভালোবাসা ও সম্মান অর্জন করেছি। আমার পেশায় সততা, অধ্যবসায় ও কমিটমেন্ট সবসময়ই আমার পাথেয় ছিল।”

তিনি আরও বলেন, “আইন পেশার ২৫ বছর পূর্তিতে আমি ‘ইন্সপায়ার এ মিলিয়ন’ নামে একটি চ্যারিটি প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছি। এর মাধ্যমে বাংলাদেশের সুবিধাবঞ্চিত এক মিলিয়ন মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করব। প্রকল্পটি বহুমুখী কার্যক্রম পরিচালনা করবে, যেমন- অসহায় পরিবারকে স্বাবলম্বী করা, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, গরীব ও মেধাবীদের বৃত্তি প্রদান এবং তরুণদের ইন্সপায়ার ও মোটিভেট করা।”

আইন পেশার পাশাপাশি ব্যারিস্টার কমিউনিটি সেবায় বহুমুখী ভূমিকা পালন করেছেন নাজির আহমদ। তিনি বলেন, “গত ২৫ বছরে আমি বিভিন্ন টিভি চ্যানেলে ফ্রি লিগ্যাল অ্যাডভাইস প্রদান করেছি এবং কোনো পারিশ্রমিক গ্রহণ করিনি। এ ছাড়া কমিউনিটির ৬০টিরও বেশি সংগঠনের নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছি। কমিউনিটির প্রতি দায়বদ্ধতা থেকেই এসব কাজ করেছি।”

লেখালেখি প্রসঙ্গে তিনি বলেন, “আইন পেশা আমার কাজ, কিন্তু লেখালেখি আমার নেশা। আমি বাংলায় এবং ইংরেজিতে সাতটি বই প্রকাশ করেছি এবং আরও কয়েকটি বইয়ের পান্ডুলিপি প্রস্তুত করছি। গত দেড় বছর ধরে বাংলাদেশের প্রথম সারির জাতীয় দৈনিকে নিয়মিতভাবে লেখালেখি করছি।”

ব্যারিস্টার নাজির আহমদ তাঁর জীবনের ভারসাম্যপূর্ণ দিক তুলে ধরে বলেন, “২৮ বছর পড়াশোনা এবং ২৫ বছর আইন পেশায় ব্যস্ত থেকেও কমিউনিটি ওয়ার্ক, পরিবারে সময় দেওয়া এবং গণমাধ্যমে সক্রিয় থাকার চেষ্টা করেছি। ভারসাম্যপূর্ণ জীবনের কারণে এটি সম্ভব হয়েছে।”

বাংলাদেশের উন্নয়নে কাজ করার ইচ্ছা প্রকাশ করে তিনি বলেন, “সুবিধাবঞ্চিত মানুষের জন্য কাজ করার প্রচুর সুযোগ রয়েছে। ব্রিটেনে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমি দেশের আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রাখতে চাই।”

সাংবাদিক আইনজীবী ও সাবেক সেনা কর্মকর্তা আমিন চৌধুরীর প্রাণবন্ত উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার ব্যারিস্টার সাইফুউদ্দিন খালেদ, বৃটেনের স্বনামধন্য বুদ্ধিজীবী ও মুসলিম কাউন্সিল অব ব্রিটেনের (এমসিবি) সাবেক সেক্রেটারি জেনারেল ড. মুহাম্মদ আব্দুল বারী এমবিই ডিএল, বিশিষ্ট শিক্ষাবিদ ও ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিবিসিসিআই) সাবেক প্রেসিডেন্ট অধ্যাপক শাহগীর বখত ফারুক, বিশিষ্ট কমিউনিটি নেতা ও গ্রেটার সিলেট কাউন্সিলের চেয়ারম্যান ব্যারিস্টার আতাউর রহমান এবং লন্ডন বাংলা প্রেসক্লাবের সেক্রেটারি সাংবাদিক তাইসির মাহমুদ।

সর্ম্পকিত খবর: বড় ধরনের সুযোগ দিচ্ছে স্পেন

অনুষ্ঠানে বৃটেনে প্রিন্টিং ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত বিপুল সংখ্যক সাংবাদিক উপস্থিত ছিলেন।

এছাড়া, বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রাখার প্রত্যয়ও ব্যক্ত করেন ব্যারিস্টার নাজির আহমদ। তিনি বলেন, “আমার অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশের সুবিধাবঞ্চিত মানুষের জন্য কাজ করার পরিকল্পনা করছি।”

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪

আরও খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত