সিলেটে জমিয়তের গণসমাবেশ সফলের লক্ষ্যে বিশ্বনাথে প্রচার মিছিল

Ayas-ali-Advertise
সফলের লক্ষ্যে বিশ্বনাথে প্রচার মিছিল
সফলের লক্ষ্যে বিশ্বনাথে প্রচার মিছিল
Facebook
Twitter
WhatsApp

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট জেলা দক্ষিণ, উত্তর ও মহানগরীর আগামীকাল শনিবারের গণসমাবেশ সফলের লক্ষ্যে সংগঠনটির বিশ্বনাথ উপজেলা শাখার উদ্যোগে প্রচার মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ নভেম্বর) বিকেলে স্থানীয় মাদানিয়া মাদ্রাসা মসজিদ প্রাঙ্গণ থেকে প্রথমে প্রচার মিছিল বের হয়ে বিশ্বনাথ পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বাসিয়া ব্রিজের ওপর পথসভা অনুষ্ঠিত হয়।

উপজেলা জমিয়তের সহসভাপতি বিশিষ্ট মুহাদ্দিস মাওলানা নুরুল ইসলামের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা ফখরুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জমিয়তের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও বিশ্বনাথ উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা শিব্বির আহমদ বিশ্বনাথী।

সর্ম্পকিত খবর: গুম ইলিয়াস আলীকে নিয়ে প্রকাশ হল নতুন তথ্য, ফেরার অপেক্ষায় পরিবার

মিছিল ও পথসভায় অংশ নেন উপজেলা জমিয়তের যুব বিষয়ক সম্পাদক মাওলানা হাফিজ শাহেদ আহমদ, যুব জমিয়ত বিশ্বনাথ উপজেলা শাখার সভাপতি মাওলানা বুরহান উদ্দিন, উপজেলা জমিয়তের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা হাসান বিন ফাহিম, রামপাশা ইউনিয়ন জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহমুদুর রহমান মিলাদ, উপজেলা ছাত্র জমিয়তের সাবেক সভাপতি মাওলানা ইমরান আহমদ, সাবেক অর্থ সম্পাদক মাওলানা শাহজাহান এবং বর্তমান সভাপতি মিজানুর রহমান মুখতার প্রমুখ।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪