Search
Close this search box.

সুনামগঞ্জে প্রধান শিক্ষক অপসারণ ইস্যুতে সংঘর্ষ, আহত অন্তত ৪০

প্রধান শিক্ষক অপসারণ ইস্যুতে সংঘর্ষ
প্রতীকি ছবি।
প্রধান শিক্ষক অপসারণ ইস্যুতে সংঘর্ষ
প্রতীকি ছবি।
Facebook
Twitter
WhatsApp

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় প্রধান শিক্ষক অপসারণ ইস্যুতে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৪০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। রবিবার (১৭ নভেম্বর) দুপুরে গনিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সামনে এ সংঘর্ষ হয়।

সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের প্রধান শিক্ষক তদবির আলমের অপসারণ দাবিতে শিক্ষার্থীরা মাসব্যাপী আন্দোলন করছিল। আন্দোলনের সময় শিক্ষার্থীদের উচ্ছৃঙ্খল আচরণের কারণে কয়েকদিন ক্লাস বর্জন করেন শিক্ষকরা। এ পরিস্থিতিতে প্রধান শিক্ষকের পক্ষে ও বিপক্ষে এলাকাবাসী, শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে দুটি গ্রুপ তৈরি হয়। প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি তদন্তও চলছে।

সর্ম্পকিত খবর:: পল্লবীতে দুই সন্তানের গলা কেটে হত্যার পর যা ঘটালেন ঘাতক বাবা

রবিবার দুপুরে এ ইস্যুতে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে উভয় পক্ষের অন্তত ৪০ জন আহত হন। তাদের মধ্যে ৩০ জন সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন, আর গুরুতর আহত দুজনকে সিলেট ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম আলী বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪