বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের সিনিয়র সহসভাপতি, সমাজসেবী এবং শিক্ষানুরাগী মোহাম্মদ মিছবাহ উদ্দিনকে দেওকলস ইউনিয়নের সৎপুর উচ্চ বিদ্যালয়ে সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) বাদ যোহর বিদ্যালয় হলরুমে এই সংবর্ধনার আয়োজন করা হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি, সমাজকর্মী মাছুম আহমদ মারুফের সভাপতিত্বে সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোহাম্মদ মিছবাহ উদ্দিন।
বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য আব্দুস সালাম মুন্না অনুষ্ঠানে সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জালাল উদ্দিন, মাউন্ড এডোরা হাসপাতালের পরিচালক ও বিশিষ্ট চিকিৎসক ডাক্তার এম. মাহবুব আলী জহির, প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের স্থানীয় কমিটির কো-অর্ডিনেটর নিশি কান্ত পাল এবং বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের ট্রাস্ট্রি মো. ফারুক মিয়া। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সৎপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিয়াউল হক।
বক্তব্য রাখেন, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি তজম্মুল আলী রাজু, ইউপি সদস্য মো. আব্দুর রুপ এবং শিক্ষানুরাগী মো. নূর ইসলাম, ইলিয়াস আলী, আজম আলী, কলিম উদ্দিন, জাকারিয়া শিকদার।
এছাড়া উপস্থিত ছিলেন শিক্ষানুরাগী শুকুর আলী, নূরুল হক, নূরুল ইসলাম, শিমুল মিয়া, জুয়েল মিয়া, গোলাম আলী, মধু মিয়া, মশুর আলী, বিদ্যালয়ের সহকারী শিক্ষক অলিউর রহমান, কামরুজ্জামান, খলিল উল্লাহ, মতিউর রহমান, হেমায়েতুল্লাহ, শুধু রাম বর্মন, অফিস সহকারী হোসনে আরা এবং দপ্তরী আব্দুল মান্নান।
আরও পড়ুন: বিশ্বনাথে দারুল উম্মাহ আইডিয়াল মাদরাসায় সুধী সমাবেশ অনুষ্ঠিত
সভা শেষে সংবর্ধিত অতিথি ও অন্যান্য অতিথিদের বিদ্যালয়ের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
বক্তারা বলেন, বিশ্বনাথের শিক্ষাকে এগিয়ে নিতে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের পাশাপাশি সমাজের বৃত্তবানদের এগিয়ে আসতে হবে। পিছিয়ে পড়া শিক্ষাকে এগিয়ে নিয়ে গোঠা উপজেলাকে আলোকিত করতে হবে। টাকার অভাবে যেসব শিক্ষার্থী পড়ালেখা করতে পারছেন না, তাদের খোঁজে বের করে দায়িত্ব নিবে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে। ট্রাস্ট শিক্ষার্থীদের পাশে আছে এবং থাকবে।