Search
Close this search box.

সাবেক পরিকল্পনামন্ত্রী মান্নানের মুক্তির দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

Ayas-ali-Advertise
মান্নানের মুক্তির দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
সাবেক পরিকল্পনামন্ত্রী মান্নানের মুক্তির দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
মান্নানের মুক্তির দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
সাবেক পরিকল্পনামন্ত্রী মান্নানের মুক্তির দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
Facebook
Twitter
WhatsApp

সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের মুক্তির দাবিতে সুনামগঞ্জ-সিলেট সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে। রোববার (২২ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে ঘণ্টাব্যাপী এই বিক্ষোভে স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নেয়। সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে অনুষ্ঠিত এই কর্মসূচিতে কয়েক হাজার শিক্ষার্থী ও পথচারী একসাথে যোগ দেন। বিক্ষোভ চলাকালে সড়কের দুই পাশে যানবাহন আটকা পড়ে, যা সাধারণ মানুষের জন্য দুর্ভোগের কারণ হয়ে দাঁড়ায়।

তীব্র গরমের মধ্যে শিক্ষার্থীরা ‘জেলের তালা ভাঙবো, মান্নান ভাইকে আনবো’, ‘সৎ মানুষ মান্নান ভাই, আমরা তাঁর মুক্তি চাই’সহ নানা স্লোগান দেয়। বিক্ষোভে অসংখ্য ছাত্রীও অংশগ্রহণ করে।\

আরও পড়ুন :: রাঙামাটিতে সংঘর্ষের জেরে ১৪৪ ধারা জারি

এছাড়া, গত ৪ আগস্ট ছাত্র-জনতার মিছিলে পুলিশ ও আওয়ামী লীগের হামলায় আহত জহুর আলীর ভাই হাফিজ আহমদ মামলা করেন। এতে জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল হুদা মুকুট ও এম এ মান্নানসহ ২০০ জনকে আসামি করা হয়। এম এ মান্নানকে গত বৃহস্পতিবার রাতে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় এবং শুক্রবার আদালত তাকে জেল হাজতে পাঠায়।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪