Search
Close this search box.

এজাহারে নাম থাকলেই গ্রেফতার নয় : ডিএম’পি ক’মিশনার

এজাহারে নাম থাকলেই গ্রেফতার নয়
ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান । ফাইল ছবি
Facebook
Twitter
WhatsApp

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মো. মাইনুল হাসান বলেছেন শুধুমাত্র এজাহারে নাম থাকলেই গ্রেফতার করা হবে না, তদন্তের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে। রবিবার (১৭ সেপ্টেম্বর) সকালে ডিএমপি সদর দপ্তরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সদস্যদের সাথে মতবিনিময় সভায় এ কথা জানান তিনি।

তিনি বলেন কালেকটিভ তদন্তের মাধ্যমে পরে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। এ বিষয়ে যথাযথ নির্দেশনা দেওয়া হয়েছে এবং প্রতিটি মামলায় তদন্ত শেষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন :: কোনো জালিমকে ক্ষমা করা হবে না- মাসুদ সাঈদী

কমিশনার আরও বলেন, অপরাধের ঘটনাগুলো কখনোই পুরানো হয়ে যায় না। পুলিশ হত্যাকাণ্ড এবং থানার লুটপাটের ঘটনায়ও যথাযথ মামলা করবে।

থানার কার্যক্রম সম্পর্কে তিনি জানান দুই এক সপ্তাহের মধ্যে সব থানা স্বাভাবিক কার্যক্রমে ফিরবে। ইতিমধ্যে ট্রাফিক ব্যবস্থায় উন্নতি হয়েছে এবং ট্রাফিক পুলিশ গভীর রাত পর্যন্ত কাজ করছে। ধীরে ধীরে এই ব্যবস্থায় আরও উন্নতি আসবে। এছাড়া ছিনতাই প্রতিরোধে পুলিশ আরও সক্রিয় থাকবে। টহল এবং চেকপোস্ট কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে।

মতবিনিময় সভায় ক্র্যাবের সভাপতি কামরুজ্জামান খান এবং সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বক্তব্য রাখেন।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪

আরও খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত