গোলাপগঞ্জ সংবাদদাতা :: গোলাপগঞ্জে এহিয়া ট্রাস্ট আয়োজিত প্রাথমিক ও জুনিয়র বৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে।গত শুক্র ও শনিবার গোলাপগঞ্জ জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয় আয়োজিত এহিয়া আহমদ চৌধুরী স্মৃতি সপ্তদশ জুনিয়র বৃত্তি পরীক্ষা ও শনিবার (১৯ নভেম্বর) বীর মুক্তিযোদ্ধা শহীদ আতিক আহমদ চৌধুরী স্মৃতি তৃতীয় প্রাথমিক বৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়।
বৃত্তি পরীক্ষা চলাকালে পরীক্ষার হল পরিদর্শন করেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মনজুর কাদির শাফি চৌধুরী এলিম, এহিয়া ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান , যুক্তরাজ্য প্রবাসী শিক্ষাবিদ চৌধুরী বখতিয়ার এহিয়া রেহেল, গোলাপগঞ্জ জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রিন্সিপাল মোঃ তাজুল ইসলাম, ভাইস প্রিন্সিপাল জিন্নুর আহমদ চৌধুরী, আলহেরা একাডেমির প্রধান শিক্ষক আব্দুল আজিজ,সিরাজ উদ্দিন আহমদ একাডেমির সহকারী প্রধান শিক্ষক মোঃ মকব্বির আলী, ব্রিটিশ আইডিয়েল ইন্টারন্যাশনাল স্কুলের প্রধান শিক্ষক মোঃ আজমত আলী, ঢাকা দক্ষিণ জামেয়া ইসলামিয়া স্কুল পরিচালনা কমিটির সভাপতি রশীদ আহমদ, প্রিন্সিপাল জামিল আহমদ।
এসময় উপস্থিত ছিলেন ট্রাস্ট সেক্রেটারি শাহেদ আহমদ চৌধুরী, বৃত্তি পরিচালনা কমিটির সচিব মাহফুজ আহমদ চৌধুরী, পরীক্ষা নিয়ন্ত্রক মোঃইখতিয়ার উদ্দিন প্রমুখ।
জুনিয়র বৃত্তি পরীক্ষায় ২২ টি মাধ্যমিক বিদ্যালয়ের ১ শত ৮০ জন এবং প্রাথমিক বিদ্যালয়ের ৭৫ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করে।