Search
Close this search box.

মোক্তার আলী ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা সম্পন্ন

মোক্তার আলী ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা সম্পন্ন
Facebook
Twitter
WhatsApp

বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথে আলহাজ্ব মোক্তার আলী ফাউন্ডেশনের ১ম মেধাভিত্তিক প্রাথমিক স্কুল বৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। উপজেলার দৌলতপুর ইউনিয়নের সিংগেরকাছ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলাকালে বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ বৃত্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন। আগামী ৩ ডিসেম্বের একই বিদ্যালয় প্রাঙ্গনে বৃত্তি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে।

আলহাজ্ব মোক্তার আলী ফাউন্ডেশনের মেধাভিত্তিক প্রাথমিক স্কুল বৃত্তি পরীক্ষার যাত্রা শুরু উপলক্ষে বিদ্যালয় মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী বাদল বেপারী। প্রধান আলোচকের বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশন (দুদক)’র সহকারী পরিচালক বিলকিছ আক্তার।

সর্বশেষ নিউজ পেতে আমাদের গুগল পেইজে ভিজিট করুন

সিংগেরকাছ-১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মরতুজ আলীর সভাপতিত্বে ও বিশ্বনাথ প্রেস ক্লাবের প্রাথমিক সদস্য আহমদ আলী হিরনের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সহ সভাপতি করুনা কান্ত দাশ, বরুণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুল আলম মজুমদার, শাহজালাল মডার্ণ একাডেমির প্রিন্সিপাল এইচ এম আরশ আলী, বিশ্বনাথ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, ইসলামী ফাউন্ডেশনের কর্মকর্তা মাওলানা মাসুক মিয়া। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু তৈয়ব মো. বেলাল।

এসময় সভায় উপস্থিত ছিলেন উপজেলার সিংগেরকাছ-১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকবার হোসেন, গোয়াহরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রত্না রাণী দাশ, সহকারী শিক্ষক সিরাজ উদ্দিন, সিংগেরকাছ-২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল মজিদ, ভাটিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আসিকুর রহমান, সাতপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহানারা বেগম, সিংরাওলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলম, বিশ্বনাথ প্রেস ক্লাবের সদস্য আবুল কাশেম, সাংবাদিক ফারুক আহমদ প্রমুখ নেতৃবৃন্দ।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪

আরও খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত