মধ্যরাতে প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা-ভাঙচুর

Ayas-ali-Advertise
মধ্যরাতে প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা-ভাঙচুর
মধ্যরাতে প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা-ভাঙচুর।
মধ্যরাতে প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা-ভাঙচুর
মধ্যরাতে প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা-ভাঙচুর।
Facebook
Twitter
WhatsApp

রাজধানীতে দুটি শীর্ষ গণমাধ্যমের কার্যালয়ে হামলার ঘটনা ঘটেছে। বিক্ষুব্ধ একদল মানুষ বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে কারওয়ান বাজারে অবস্থিত দৈনিক প্রথম আলোর প্রধান কার্যালয় এবং ফার্মগেটে থাকা ডেইলি স্টার ভবনে হামলা চালায়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, রাতে শাহবাগ এলাকা থেকে একটি মিছিল নিয়ে তারা প্রথম আলো কার্যালয়ের সামনে আসে। সেখানে পৌঁছে হামলাকারীরা গণমাধ্যমবিরোধী ও ভারতবিরোধী বিভিন্ন স্লোগান দেয়। একপর্যায়ে মিছিলকারীদের একটি অংশ ভবনের ভেতরে ঢুকে ভাঙচুর চালায়। একই সঙ্গে কার্যালয়ের সামনের অংশে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনাও ঘটে।

একই সময়ের মধ্যে ফার্মগেটে অবস্থিত ডেইলি স্টার ভবনেও হামলা চালানো হয়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত হতাহত কিংবা ক্ষয়ক্ষতির নির্দিষ্ট তথ্য জানা যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪