সিলেটে আইফোন ছিনতাইকে কেন্দ্র করে যুবক খুন, আটক-১

Ayas-ali-Advertise
আইফোন ছিনতাইকে কেন্দ্র যুবক খুন, আটক-১
নিহত ইমন আহমদ। ছবি সংগৃহীত।
আইফোন ছিনতাইকে কেন্দ্র যুবক খুন, আটক-১
নিহত ইমন আহমদ। ছবি সংগৃহীত।
Facebook
Twitter
WhatsApp

বিয়ানীবাজারে আইফোন ছিনতাইকে কেন্দ্র করে বিরোধের জেরে ইমন আহমদ (২২) নামের এক যুবককে খুন করা হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) সকালে উপজেলার শেওলা ইউনিয়নের কোনা শালেস্বর গ্রামে একটি মৎস্য আড়তের পাড় থেকে তার হাত-পা ও মুখ বাঁধা লাশ উদ্ধার করে পুলিশ। নিহত ইমন কুড়ারবাজার ইউনিয়নের খশির নামনগর গ্রামের মুতলিব মিয়ার ছেলে।

এ ঘটনায় জড়িত সন্দেহে নিহতের গ্রামেরই আশরাফুল (২৩) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। তিনি আব্দুল করিম মনাইর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ইমন আহমদ দামি একটি আইফোন ব্যবহার করতেন। ওই ফোনের প্রতি আশরাফুলের আগ্রহ ছিল। ধারণা করা হচ্ছে, আইফোন ছিনতাইকে কেন্দ্র করেই এ হত্যাকাণ্ড ঘটতে পারে।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক জানান, লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। ঘটনার পর একজনকে আটক করা হয়েছে। হত্যার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪