বালাগঞ্জে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন সহকারী রিটার্নিং অফিসার

Ayas-ali-Advertise
বালাগঞ্জে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন সহকারী রিটার্নিং অফিসার
বালাগঞ্জে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন সহকারী রিটার্নিং অফিসার।
বালাগঞ্জে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন সহকারী রিটার্নিং অফিসার
বালাগঞ্জে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন সহকারী রিটার্নিং অফিসার।
Facebook
Twitter
WhatsApp

বালাগঞ্জ আগামী ১২ ফেব্রুয়ারী অনুষ্ঠিতব্য আসন্ন জাতীয় সংসদ নির্বাচন-২০২৫ উপলক্ষে বালাগঞ্জের বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন সিলেট-৩ আসনের সহকারী রিটার্নিং অফিসার ও বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. মেহেদী হাসান।

বালাগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার মো. আলী আজমকে সাথে নিয়ে তিনি শনিবার (১৩ ডিসেম্বর) সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন।

উপজেলার স্থানীয় দেওয়ান বাজার ইউনিয়নের বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শনকালে দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তা তার সাথে ছিলেন।

সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মো. মেহেদী হাসান আলাপকালে জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটকেন্দ্র পরিদর্শন করা হয়েছে। তিনি বলেন, তফশীল ঘোষণার পর ইতোমধ্যে নির্বাচনী আচরণবিধি মেনে চলতে সম্ভাব্য প্রার্থী এবং সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করা হয়েছে।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪