প্রবাসীদের পৃষ্ঠপোষকতায় সিলেটের বিশ্বনাথ উপজেলার প্রথম ও জনপ্রিয় অনলাইন নিউজপোর্টাল ‘বিশ্বনাথনিউজ টোয়েন্টিফোর ডটকম’ আয়োজিত ‘বিশ্বনাথনিউজ বিশ্বনাথ সেরা হাফেজ প্রতিযোগিতা-২০২৫’ এর ফাইনালের তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। আগামি ৩০ ডিসেম্বর মঙ্গলবার সকাল থেকে উপজেলা পরিষদ হলরুমে এই ফাইনাল অনুষ্ঠিত হবে। বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে বিশ্বনাথ পৌরশহরের পুরান বাজারে বিশ্বনাথনিউজ অফিসে আনুষ্ঠানিকভাবে তারিখ ঘোষণা করেন প্রতিযোগিতার অন্যতম পৃষ্ঠপোষক যুক্তরাজ্য প্রবাসী মাকরাম আলী আফরোজ ডিএল।
বিশ্বনাথনিউজ টোয়েন্টিফোর ডটকমের উপদেষ্টা, প্রতিযোগিতার অন্যতম পৃষ্ঠপোষক ও লন্ডন-বাংলা প্রেস ক্লাবের সদস্য আব্দুল বাছিত রফির সভাপতিত্বে পত্রিকার নির্বাহী সম্পাদক ও প্রতিযোগিতার পরিচালক আব্বাস হোসেন ইমরানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রতিযোগিতার উপদেষ্টা ও বিশ্বনাথ প্রেস ক্লাবের সাবেক সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, প্রতিযোগিতার অন্যতম পৃষ্ঠপোষক আমিনুর রহমান আমিন, যুক্তরাজ্য প্রবাসী বশির উদ্দিন। শেষে মোনাজাত পরিচালনা করেন প্রতিযোগিতার পরীক্ষা নিয়ন্ত্রক ও বিশ্বনাথ পৌরশহরের পুরান বাজারের বায়তুন আমান জামে মসজিদের ইমাম মাওলানা হাফেজ খায়রুল ইসলাম।
অনুষ্ঠানে জানানো হয়, ফাইনালে বাচাইপর্বে উত্তীর্ণ হওয়া ৯ জন ক্বোরআনের হাফেজ প্রতিযোগি হিসেবে অংশগ্রহণ করবেন। এরমধ্যে, প্রথমস্থান অর্জনকারী হাফেজ হবে ২০২৫ সালের ‘বিশ্বনাথনিউজ বিশ্বনাথ সেরা হাফেজ’। পুরস্কার হিসেবে তিনি পাবেন নগদ ১ লক্ষ টাকা ও সনদ। এছাড়া, দ্বিতীয়স্থান অর্জনকারী হাফেজ নগদ ৫০ হাজার টাকা ও সনদ এবং তৃতীয়স্থান অর্জনকারী হাফেজ নগদ ২৫ হাজার টাকা ও সনদ পাবেন। যারা বিজয়ী হতে পারবেন না, তারাও পাবেন বিশেষ পুরস্কার।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী ব্যারিস্টার আব্দুশ শহীদ, বিশ্বনাথ প্রেস ক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের, সাবেক সভাপতি তজম্মুল আলী রাজু, সাবেক সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, সাবেক কোষাধ্যক্ষ জামাল মিয়া, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক মশিউর রহমান, বিশ্বনাথ মডেল প্রেস ক্লাবের সদস্য আব্দুস সালাম, বিশ্বনাথনিউজ টোয়েন্টিফোর ডটকমের উপদেষ্টা জবির আহমদ নাজমুল, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিযোগিতার পরিচালক মোহাম্মদ নুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার ও প্রতিযোগিতার পরিচালক নুর উদ্দিন, বিশ্বনাথ প্রেস ক্লাবের সদস্য আব্দুল সালাম মুন্না, বিশ্বনাথনিউজ রিডার্স ক্লাবের সাধারণ সম্পাদক ফয়ছল আহমদ সোবাহদার, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সদস্য মো. আব্দুল্লাহ, বিশ্বনাথ প্রেস ক্লাবের শিক্ষানবীশ সদস্য মোস্তাক আহমদ মোস্তফা, সংবাদকর্মী মোহাম্মদ হাবিবুর রহমান, আরব আমিরাত প্রবাসী সোহেল আহমদ।





