যুক্তরাজ্যে ৮২ পেশায় অস্থায়ী ওয়ার্ক পারমিটের নতুন সুযোগ

Ayas-ali-Advertise
যুক্তরাজ্যে ৮২ পেশায় অস্থায়ী ওয়ার্ক পারমিটের নতুন সুযোগ
যুক্তরাজ্যে ৮২ পেশায় অস্থায়ী ওয়ার্ক পারমিটের নতুন সুযোগ
যুক্তরাজ্যে ৮২ পেশায় অস্থায়ী ওয়ার্ক পারমিটের নতুন সুযোগ
যুক্তরাজ্যে ৮২ পেশায় অস্থায়ী ওয়ার্ক পারমিটের নতুন সুযোগ
Facebook
Twitter
WhatsApp

শ্রমিক সংকট নিরসনে মাঝারি ও দক্ষ পর্যায়ের ৮২টি পেশার তালিকা প্রকাশ করেছে যুক্তরাজ্য। দেশটির নতুন অভিবাসন প্রকল্পের আওতায় অস্থায়ী কাজের ভিসা প্রদানের উদ্দেশ্যে নেওয়া হয়েছে এ উদ্যোগ।

ইংলিশ চ্যানেল হয়ে অনিয়মিত পথে নৌকায় অভিবাসীদের আগমন নিয়ে যুক্তরাজ্যের ভোটারদের মধ্যে উদ্বেগ বাড়ছে। সাম্প্রতিক জরিপে দেখা গেছে, পপুলিস্ট দল রিফর্ম ইউকের চেয়ে পিছিয়ে পড়েছে ক্ষমতাসীন লেবার পার্টি। এতে রাজনৈতিক চাপে পড়েছেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। বিশ্লেষকদের মতে, ভোটারদের মন জয় করতে অভিবাসন বিষয়ে কঠোর অবস্থান নেওয়ার চেষ্টা করছেন তিনি।

অন্যদিকে, মন্থর অর্থনীতি ও বিভিন্ন খাতে শ্রমিক সংকটও দেশটিতে প্রকট আকার ধারণ করেছে। এ পরিস্থিতিতে অভিবাসন বিষয়ক উপদেষ্টা কমিটি (এমএসি) অস্থায়ী ঘাটতি মোকাবিলায় ৮২টি পেশার তালিকা প্রকাশ করেছে। প্রতিবেদনে প্রস্তাব করা হয়েছে, এসব ক্ষেত্রে প্রয়োজনীয় যোগ্যতার কিছু ছাড় দিয়ে বিদেশি কর্মীদের সীমিত সময়ের জন্য কাজের অনুমতি দেওয়া যেতে পারে।

কমিটি জানিয়েছে, এমএসি কর্তৃক প্রস্তাবিত পেশাগুলোর ক্ষেত্রে অভিবাসী শ্রম নির্ভরতা কমানো এবং স্থানীয় কর্মীদের সর্বাধিক ব্যবহারে পরিকল্পনাও গ্রহণ করতে হবে। প্রস্তাবিত তালিকায় রয়েছে ইঞ্জিনিয়ারিং টেকনিশিয়ান, ওয়েল্ডার, ফটোগ্রাফার, অনুবাদক ও লজিস্টিক ম্যানেজারসহ বেশ কয়েকটি পেশা।

সুপারিশ অনুযায়ী, যোগ্য বিদেশি কর্মীদের তিন থেকে পাঁচ বছরের জন্য ভিসা দেওয়া যেতে পারে। তবে সরকার নীতি পরিবর্তন না করলে স্থায়ী বসবাসের অনুমতি দেওয়া হবে না বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এছাড়া, আবেদনকারীদের ইংরেজি ভাষায় ন্যূনতম দক্ষতা থাকতে হবে এবং নিয়োগকর্তাদের স্থানীয় কর্মীদের প্রশিক্ষণ ও নিয়োগের পরিকল্পনা জমা দিতে হবে। আগামী ২০২৬ সালের জুলাই মাসে পর্যালোচনার দ্বিতীয় ধাপে এই পেশার তালিকা চূড়ান্ত করা হবে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, কানাডা ও অস্ট্রেলিয়ায় ইতিমধ্যে অনুরূপ প্রকল্প চালু রয়েছে। এসব দেশে স্বাস্থ্যসেবা, প্রকৌশল ও কারিগরি খাতে শ্রমিক সংকট মোকাবিলায় বিশেষ ভিসা কর্মসূচি কার্যকর রয়েছে। এদিকে, দুই দিনের ভারত সফরে প্রধানমন্ত্রী স্টারমার জানিয়েছেন, বর্তমানে ভারত সরকারের সঙ্গে ভিসা চুক্তির কোনো পরিকল্পনা নেই। তিনি বলেন, এর আগেও এ ইস্যু দ্বিপাক্ষিক বাণিজ্য আলোচনায় বাধার সৃষ্টি করেছিল। — ইনফোমাইগ্রেন্টস।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪