সিলেটের কোম্পানীগঞ্জে দুই বোনের মধ্যে ঝগড়ার জেরে ছোট বোন বিষপান করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৯ অক্টোবর) কোম্পানীগঞ্জ উপজেলার একটি গ্রামের তোয়াব আলীর দুই মেয়ে বাড়িতে বসে কোনো বিষয় নিয়ে ঝগড়ায় জড়িয়ে পড়ে। এ সময় ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া ছোট মেয়ে বিষপান করে।
স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় মেয়েটির মৃত্যু হয়। পরবর্তীতে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মৃতদেহ বাড়িতে নেওয়া হয়। পুলিশ জানায়, এই ঘটনায় থানায় অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
মৃতের বাবা তোয়াব আলীকে সম্প্রতি মাদকসহ গ্রেফতার করে র্যাব। তিনি বর্তমানে সেই মামলায় কারাগারে ছিলেন। মেয়ের মৃত্যুর পর তাকে শেষ বারের মতো দেখতে এবং জানাজায় অংশ নেওয়ার অনুমতির জন্য তার স্ত্রী আদালতে আবেদন করেন। আদালতের অনুমতি মেলায় তোয়াব আলীকে প্যারোলে মুক্তি দেওয়া হয়।
শুক্রবার বিকেলে পুলিশ নিরাপত্তার ব্যবস্থার মধ্যে তাকে সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে বাড়িতে নিয়ে আসে। বাদ আসর মেয়ের জানাজায় তিনি অংশ নেন। এ সময় সিলেট জেলা পুলিশের সদস্যরা নিরাপত্তা দায়িত্ব পালন করেন এবং স্থানীয়রাও সহযোগিতা করেন।
এ তথ্য নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ।