আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের জন্য মনোনীত সিলেটের তোফায়েল

Ayas-ali-Advertise
আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের জন্য মনোনীত ওসমানীনগরের তোফায়েল
আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের জন্য মনোনীত ওসমানীনগরের তোফায়েল।
আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের জন্য মনোনীত ওসমানীনগরের তোফায়েল
আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের জন্য মনোনীত ওসমানীনগরের তোফায়েল।
Facebook
Twitter
WhatsApp

সিলেটের বালাগঞ্জ সরকারি দ্বারকানাথ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ও তরুণ অধিকারকর্মী তোফায়েল আহমেদ আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার ২০২৫-এর জন্য মনোনীত হয়েছেন। নেদারল্যান্ডসভিত্তিক সংগঠন ‘কিডস রাইটস ফাউন্ডেশন’ তাদের ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করেছে।

১৫ বছর বয়সী তোফায়েল আহমেদ বিজ্ঞান বিভাগের ছাত্র। তার এই অর্জনে বিদ্যালয়ের শিক্ষকরা আনন্দ প্রকাশ করেছেন এবং শুভেচ্ছা জানিয়েছেন। কিডস রাইটস ফাউন্ডেশনের ওয়েবসাইটে জানানো হয়েছে, জলবায়ু ন্যায়বিচার, পরিবেশ, ডিজিটাল নিরাপত্তা ও শিক্ষার ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ তোফায়েল মর্যাদাপূর্ণ এ মনোনয়ন পেয়েছেন।

বালাগঞ্জ উপজেলার নবীনগর এলাকার বাসিন্দা তোফায়েল শিশুদের অধিকার রক্ষায় শিক্ষা, উদ্ভাবন ও অ্যাডভোকেসির মাধ্যমে কাজ করে যাচ্ছেন। তিনি সহপাঠীদের বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত (স্টেম) শিক্ষায় আগ্রহী করতে একটি বিজ্ঞান ক্লাব প্রতিষ্ঠা করেছেন। এ ক্লাবের মাধ্যমে শিশুদের সৃজনশীলতা ও সমস্যা সমাধানের দক্ষতা বাড়াতে কাজ করছেন তিনি।

শিশুদের নিরাপত্তা, বাল্যবিবাহের ক্ষতিকর প্রভাব ও শিক্ষায় সমান সুযোগ নিয়ে তোফায়েল নানা সচেতনতামূলক প্রচারণা চালিয়েছেন। বিশেষ করে মেয়েদের স্কুলে থাকা এবং বিজ্ঞান কর্মসূচিতে অংশ নিতে উৎসাহিত করেছেন। তিনি লিখেছেন দুটি বই— ‘এ ম্যানুয়াল টু মডার্ন ফিজিক্স’ ও ‘এ জার্নি টু দ্য সেন্টার অব দ্য ডিএনএ’। জটিল বৈজ্ঞানিক ধারণাকে সহজভাবে উপস্থাপন করায় বই দুটি তরুণ শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানচর্চার আগ্রহ বাড়িয়েছে।

তোফায়েলের নেতৃত্বে এক হাজারেরও বেশি শিক্ষার্থী তার কর্মশালা ও মেন্টরিং প্রোগ্রামে অংশ নিয়েছে। এসব কার্যক্রমের মাধ্যমে তারা জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে।

শিক্ষা ও বিজ্ঞানের পাশাপাশি তোফায়েল জলবায়ু ন্যায়বিচার ও পরিবেশ সংরক্ষণেও কাজ করছেন। তার উদ্ভাবনী প্রকল্পগুলোর মধ্যে রয়েছে সৌরশক্তিচালিত ইকো-হাব ভেহিকল, কার্বন ডাই-অক্সাইড থেকে বায়োডিগ্রেডেবল প্লাস্টিক তৈরির প্রযুক্তি এবং স্বল্প-সম্পদ এলাকাগুলোর জন্য পোর্টেবল পানি পরিশোধন ব্যবস্থা।

এ ছাড়া, তিনি ডিজিটাল নিরাপত্তা বিষয়ে সচেতনতা বাড়াতে কাজ করছেন, যাতে শিশুরা নিরাপদ অনলাইন পরিবেশে বেড়ে উঠতে পারে। নেতৃত্ব ও উদ্ভাবনী কাজের স্বীকৃতি হিসেবে তোফায়েল ওয়ার্ল্ড ইনোভেশন সায়েন্স প্রজেক্ট অলিম্পিয়াড (WISPO) এবং ইন্টারন্যাশনাল ইয়ুথ রিসার্চ ইনোভেশন কম্পিটিশন (IYRIC)-এ ফাইনালিস্ট হয়েছেন। এছাড়া তিনি ২০২৪ সালের নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জে গ্লোবাল নমিনি হিসেবে অংশ নেন।

তোফায়েল বালাগঞ্জ উপজেলা সদরের নবীনগর এলাকার সৌদি প্রবাসী মোস্তফা মিয়া ও সাজনা বেগম দম্পতির একমাত্র সন্তান। সন্তানের এ সাফল্যে তারা গর্বিত ও আনন্দিত। পাশাপাশি, সবার কাছে দোয়া চেয়েছেন তাদের ছেলের জন্য।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪