বালাগঞ্জে ইজিবাইক দুর্ঘটনায় আহত চালক বদরুলের পাশে গহরপুর এসোসিয়েশন ইউ’কে’

Ayas-ali-Advertise
বালাগঞ্জে ইজিবাইক দুর্ঘটনায় আহত চালক বদরুলের পাশে গহরপুর এসোসিয়েশন ইউ'কে'
বালাগঞ্জে ইজিবাইক দুর্ঘটনায় আহত চালক বদরুলের পাশে গহরপুর এসোসিয়েশন ইউ'কে'।
বালাগঞ্জে ইজিবাইক দুর্ঘটনায় আহত চালক বদরুলের পাশে গহরপুর এসোসিয়েশন ইউ'কে'
বালাগঞ্জে ইজিবাইক দুর্ঘটনায় আহত চালক বদরুলের পাশে গহরপুর এসোসিয়েশন ইউ'কে'।
Facebook
Twitter
WhatsApp

বালাগঞ্জে ইজিবাইক দুর্ঘটনায় গুরুত্বর আহত চালক বদরুলের উন্নত চিকিৎসা সহায়তায় এগিয়ে এসেছে যুক্তরাজ্যে প্রতিস্টিত সেচ্ছাসেবী সংগঠন গহরপুর এসোসিয়েশন ইউ’কে’।
সংগঠন টি ব্যাটারি চালিত অটোরিক্সা (ইজিবাইক) দুর্ঘটনায় আহত চালক বদরুল ইসলামের চিকিৎসায় আর্থিক সহায়তা হিসেবে এক লক্ষ দশ হাজার টাকা অনুদান প্রদান করেছে।

বুধবার (৮ অক্টোবর) স্থানীয় আলহাজ্ব আব্দুল গফুর শিশু বিদ্যা নিকেতন হল রুমে আহত বদরুল ইসলামের ভাই ইয়াকুব মিয়া তার মামা কাওসার আলীর কাছে অনুদানের টাকা হস্তান্তর করেন গহরপুর এসোসিয়েশন ইউকে’র সিনিয়র সহ-সভাপতি বিশিষ্ট কমিউনিটি নেতা ইকরাম আহমদ ইলিয়াস।

এ সময় উপস্থিত ছিলেন দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আ ফ ম শামীম, দেওয়ান আব্দুর রহিম দ্বি পাক্ষিক হাইস্কুল এণ্ড কলেজের প্রধান শিক্ষক খলিলুর রহমান ও স্থানীয় সেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ। উল্লেখ্য প্রায় তিন মাস আগে মোরার বাজার – জনকল্যাণ বাজর সড়কের কালিমাঞ্জি নামক স্থানে ব্রিজের কাছে ব্যাটারি চালিত অটোরিক্সা (ইজিবাইক) দুর্ঘটনায় গুরুত্বর আহত হন চালক, চাম্পারকান্দি গ্রামের লিয়াকত আলীর পুত্র বদরুল ইসলাম (২২) দুর্ঘটনার পর উপস্থিত দেওয়ান বাজার ইউপি চেয়ারম্যান নাজমুল আলম ও স্থানীয় লোকজন বদরুল কে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।ওসমানী হাসপাতালে কিছু দিন চিকিৎসা গ্রহনের পর তার উন্নত চিকিৎসার প্রয়োজনীয়তা দেখাদিলে দায়িত্বরত চিকিৎসকরা রাজধানী ঢাকার একটি হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। হতদরিদ্র বদরুলের পরিবারের পক্ষে ব্যায়বহুল চিকিৎসা সেবা গ্রহন সম্ভব না হওয়ায় চিকিৎসার জন্য আর্থিক সহায়তার আবেদন জানিয়ে স্থানীয় অনলাইন এক্টিভিটরা ফেসবুকে পোষ্ট করেন।এতে বদরুলের চিকিৎসা সহায়তায় এগিয়ে আসে বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠন ও বিত্তশালী ব্যাক্তিরা। বর্তমানে বদরুল ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধিন রয়েছে।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪