সিলেটের বিশ্বনাথ উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের শ্রেষ্ঠ ‘গুণী শিক্ষক’ হিসেবে স্বীকৃতি পেয়েছেন নোয়ারাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণ কান্ত মালাকার এবং একলিমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুজিবুর রহমান।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত মৌখিক পরীক্ষায় অংশ নিয়ে তারা এ স্বীকৃতি অর্জন করেন।
উপজেলা শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা ধাপে ধাপে উপজেলা, জেলা, বিভাগ এবং জাতীয় পর্যায়ে ‘গুণী শিক্ষক’ নির্বাচিত হওয়ার সুযোগ পান। এ ধারাবাহিকতায় বিশ্বনাথের এই দুই শিক্ষক আসন্ন ‘বিশ্ব শিক্ষক দিবস-২৫’ উপলক্ষে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
নিজের অনুভূতি প্রকাশ করে নির্বাচিত সহকারী শিক্ষক মুজিবুর রহমান বলেন, “উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ হওয়ার স্বীকৃতি পেয়েছি। সবার দোয়ায় আশা করছি, জেলা ও বিভাগ পর্যায়েও সেরা হয়ে জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত হতে পারব।”