সিলেটে বন্ধুর চক্রান্তে ব্যবসায়ীর আট লাখ টাকা ছিনতাই, বন্ধুসহ গ্রেফতার-২

Ayas-ali-Advertise
সিলেটে বন্ধুর চক্রান্তে ব্যবসায়ীর আট লাখ টাকা ছিনতাই, বন্ধুসহ গ্রেফতার-২
প্রতীকি ছবি।
সিলেটে বন্ধুর চক্রান্তে ব্যবসায়ীর আট লাখ টাকা ছিনতাই, বন্ধুসহ গ্রেফতার-২
প্রতীকি ছবি।
Facebook
Twitter
WhatsApp

সিলেটের কাজিরবাজার এলাকার সুপারি ব্যবসায়ী ইসমাইল হোসেনের ম্যানেজার জয় ছিনতাইয়ের শিকার হয়েছেন। শুক্রবার (১৪ জুন) সন্ধ্যায় দক্ষিণ সুরমার তেতলি বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় পুলিশ ৮ লাখ টাকা ও একটি মোটরসাইকেল উদ্ধারসহ দুই জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন সিলেটের কোতয়ালী থানার বাসিন্দা এবং ব্যবসায়ীর বন্ধু জুবেল আহমদ এবং বাহারুল। এ ঘটনায় ইসমাইল হোসেন বাদী হয়ে দক্ষিণ সুরমা থানায় একটি মামলা দায়ের করেছেন।

সূত্রে জানা যায়, সুপারি ব্যবসায়ী ইসমাইল হোসেন সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার বাংলাবাজারের এক ব্যবসায়ীকে তার পাওনা টাকা দেওয়ার জন্য শুক্রবার সন্ধ্যার পর বন্ধু জুবেল ও ম্যানেজার জয়কে পাঠান। কিন্তু, জুবেল ম্যানেজার জয়কে বাংলাবাজার না নিয়ে দক্ষিণ সুরমার চন্ডীপুল পার হয়ে তেতলি বাইপাস রোডে নিয়ে যান। সেখানে দুইটি মোটরসাইকেলে চার জন এসে তাদের গতিরোধ করে মারধর করে সঙ্গে থাকা ৮ লাখ টাকা ছিনিয়ে নিয়ে তেমুখি বাইপাস রোডের দিকে পালিয়ে যায়।

এ ঘটনার পর ম্যানেজার জয় তাৎক্ষণিকভাবে ইসমাইল হোসেনকে অবগত করেন। ইসমাইল হোসেন লোকজন নিয়ে বরইকান্দি টেকনিক্যাল রোডের দিকে আসলে ছিনতাইকারীদের দুটি মোটরসাইকেলসহ টাকার ব্যাগ দেখতে পান। এরপর তিনি চিৎকার করলে জনসাধারণ এগিয়ে এসে এক ছিনতাইকারীকে মোটরসাইকেলসহ আটক করেন এবং তার সাথে থাকা ৮ লাখ টাকা উদ্ধার করা হয়।

এ বিষয়ে দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানিয়েছেন, ছিনতাইয়ের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এবং ইতোমধ্যে দুই জনকে গ্রেফতার করা হয়েছে।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪