বালাগঞ্জে পুকুরে গোসল করতে গিয়ে খসরু মিয়া (৫২) নামে এক ব্যক্তির মৃত্যুর সংবাদ পাওয়া গেছে।
শনিবার (১৪ জুন) বিকাল আনুমানিক ৪টার দিকে উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের গয়াসপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহত খসরু মিয়া ৫কন্যা সন্তানের জনক।
বালাগঞ্জ থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ শনিবার (১৪ জুন) বিকাল ৪টার দিকে পুকুরে গোসল করতে গিয়ে তিনি পানিতে ডুবে আকস্মিক মৃতুবরণ করেন। প্রতিবেশীরা খোঁজাখুঁজির পর মৃতদেহ উদ্ধার করেন। সংবাদ পেয়ে বালাগঞ্জ থানার এসআই কবির আহমদ এবং স্থানীয় দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল আলম, ইউপি সদস্য শামসুল ইসলাম হিরন, বালাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. জিল্লুর রহমান জিলু প্রমুখ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
শেষ খবর পাওয়া পর্যন্ত বিনা ময়নাতদন্তে দাফনের জন্য আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।
এ বিষয়ে আলাপকালে বালাগঞ্জ থানার অফিসার ইন-চার্জ মো. ফরিদ উদ্দিন ভূইয়া সত্যতা নিশ্চিত করেছেন।
আরও পড়ুন:: ওসমানীনগরে হাইওয়ে পুলিশের বিশেষ অভিযান- ১৮টি যানবাহন জব্দ, ২৪টি মামলা