সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার এলাকায় হাইওয়ে পুলিশের বিশেষ অভিযান চালানো হয়েছে। শনিবার (১৪ জুন) দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত টানা দুই ঘণ্টার এই অভিযানে বিভিন্ন ধরনের ১৮টি যানবাহন জব্দ করা হয়। এছাড়াও, ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে ২৪টি গাড়ির বিরুদ্ধে মামলা করা হয়েছে।
অভিযানে সিএনজি অটোরিকশা ও ব্যাটারিচালিত টমটমসহ অবৈধভাবে চলাচল করা বেশ কয়েকটি যানবাহন আটক করা হয়। অভিযানের সময় বিভিন্ন অভিযোগে মোট ৮০ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করে পুলিশ।
অভিযানটি নেতৃত্ব দেন হাইওয়ে পুলিশের সিলেট রিজিয়নের পুলিশ সুপার মো. রেজাউল করিম। তার সঙ্গে তামাবিল হাইওয়ে থানা এবং শেরপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা উপস্থিত ছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু তাহের বলেন, “অবৈধ যানবাহনের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। যানজট ও দুর্ঘটনা রোধে এই অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
অভিযান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পুলিশ সুপার মো. রেজাউল করিম বলেন, “মহাসড়কে যান চলাচল নির্বিঘ্ন রাখতে এবং ঈদযাত্রায় যাত্রীদের ভোগান্তি কমাতে আমরা বারবার স্থানীয়দের সতর্ক করেছি। কিন্তু অপ্রয়োজনীয়ভাবে রাস্তার পাশে যানবাহন পার্কিং করার কারণে গোয়ালাবাজার এলাকায় নিয়মিত যানজট তৈরি হচ্ছে। এসব সমস্যা নিরসনে নিয়মিত অভিযান চালানো হবে। আটক যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”
আরও পড়ুন:: বালাগঞ্জ হাবিব পার্কে যৌথবাহিনীর অভিযান, ইয়াবা সহ ৫ জন গ্রেফতার