পর্তুগালে সন্ত্রাসীদের গুলিতে প্রাণ হারালেন সিলেটের যুবক

Ayas-ali-Advertise
পর্তুগালে সন্ত্রাসীদের গুলিতে হারালেন সিলেটের যুবক
নিহত নাম মাহবুবুল আলম। ছবি সংগৃহীত।
পর্তুগালে সন্ত্রাসীদের গুলিতে হারালেন সিলেটের যুবক
নিহত নাম মাহবুবুল আলম। ছবি সংগৃহীত।
Facebook
Twitter
WhatsApp

পর্তুগালের লিসবনের আলমাদা এলাকায় নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসীদের গুলিতে প্রাণ হারিয়েছেন এক প্রবাসী বাংলাদেশি যুবক। নিহতের নাম মাহবুবুল আলম। তিনি সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার মানিককোনা গ্রামের বাসিন্দা।

জানা গেছে, মাহবুবুল আলম দীর্ঘ কয়েক বছর ধরে লিসবনে পরিবারসহ বসবাস করছিলেন এবং সেখানে একটি ব্যবসা পরিচালনা করতেন।

উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবজাল হোসাইন পারিবারিক সূত্রের বরাতে জানান, স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় সন্ত্রাসীদের একটি দল মাহবুবুল আলমের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায় এবং লুটপাটের চেষ্টা করে। এ সময় বাধা দিলে দুর্বৃত্তরা গুলি চালায়। এতে মাহবুবুল মারাত্মকভাবে আহত হন।

পরে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪