কানাডার অন্টারিও প্রদেশের কাওয়ার্থা লেক এলাকায় রোববার (৮ জুন) একটি নৌকা ডুবে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে একজন হলেন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ক্যাপ্টেন সাইফুজ্জামান গুড্ডু এবং অপরজন হলেন বিজিএমইএ’র সাবেক ভাইস প্রেসিডেন্ট ও টিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহিল রাকিব।
পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয় সময় দুপুর তিনটার দিকে সাইফুজ্জামান, রাকিব এবং রাকিবের ছেলে কাওয়ার্থা লেক এলাকায় একটি ক্যানো নিয়ে ভ্রমণে বের হন। হঠাৎ করেই প্রচণ্ড বাতাসে ক্যানোটি উল্টে যায়। রাকিবের ছেলে সাঁতরে তীরে ফিরে আসলেও, সাইফুজ্জামান ও রাকিব পানিতে ডুবে যান।
স্থানীয় পুলিশ, মেরিন টিম এবং ফায়ার টিম দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং তাদের মরদেহ উদ্ধার করে।
পুলিশ জানায়, দুর্ঘটনাকবলিত ক্যানোতে লাইফ জ্যাকেট ছিল না। তাই এ মর্মান্তিক ঘটনাকে আরও ভয়াবহ করে তোলে।
বাংলাদেশ বিজনেস চেম্বার অব কানাডার ফাউন্ড্রি প্রেসিডেন্ট সুবির কুমার দে দুর্ঘটনায় নিহতদের জন্য গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, “এটি আমাদের কমিউনিটির জন্য এক অপ্রত্যাশিত ও হৃদয়বিদারক ঘটনা।”
এ ঘটনার পর কানাডীয় কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে এবং আরও তথ্য সংগ্রহের চেষ্টা করছে।
আরও পড়ুন:: ইংল্যান্ডের লর্ড মেয়র শিরিনকে বিশ্বনাথ প্রেসক্লাবের অভিনন্দন