সুনামগঞ্জে মরিচক্ষেতে মিলেছে সক্রিয় গ্রেনেড, নিষ্ক্রিয় করেছে সেনাবাহিনী

Ayas-ali-Advertise
সুনামগঞ্জে মরিচক্ষেতে মিলেছে সক্রিয় গ্রেনেড, নিষ্ক্রিয় করেছে সেনাবাহিনী
সুনামগঞ্জে মরিচক্ষেতে মিলেছে সক্রিয় গ্রেনেড, নিষ্ক্রিয় করেছে সেনাবাহিনী।
সুনামগঞ্জে মরিচক্ষেতে মিলেছে সক্রিয় গ্রেনেড, নিষ্ক্রিয় করেছে সেনাবাহিনী
সুনামগঞ্জে মরিচক্ষেতে মিলেছে সক্রিয় গ্রেনেড, নিষ্ক্রিয় করেছে সেনাবাহিনী।
Facebook
Twitter
WhatsApp

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে একটি মরিচক্ষেতে পাওয়া গেছে একটি সক্রিয় গ্রেনেড। পরে সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিট সেটিকে নিষ্ক্রিয় করে। এ ঘটনায় সলুকাবাদ ইউনিয়নের চালবন্দ পয়েন্ট এলাকায় সৃষ্টি হয় চাঞ্চল্য।

জানা যায়, বৃহস্পতিবার দুপুরে কৃষক সাব্বির আহমদ নিজ জমিতে কাজ করার সময় ধাতব বস্তুটি দেখতে পান। গ্রেনেড সদৃশ বস্তুটি দেখে তিনি প্রথমে স্থানীয়দের বিষয়টি জানান এবং পরে পুলিশকে অবগত করা হয়। পুলিশ তাৎক্ষণিক সেনাবাহিনীকে বিষয়টি জানায়।

পরদিন শুক্রবার (১৩ জুন) শান্তিগঞ্জ সেনা ক্যাম্প থেকে সেনাবাহিনীর একটি বোম্ব ডিসপোজাল দল ঘটনাস্থলে গিয়ে গ্রেনেডটি পরীক্ষা করে নিশ্চিত হয় যে এটি সক্রিয় K36 বা M36 মডেলের একটি গ্রেনেড। এরপর সেটিকে নিরাপদ স্থানে নিয়ে নিষ্ক্রিয় করা হয়।

শান্তিগঞ্জ সেনা ক্যাম্পের ইনচার্জ লেফটেন্যান্ট কর্নেল আল হোসাইন জানান, ‘গ্রেনেডটি হয়তো দ্বিতীয় বিশ্বযুদ্ধ অথবা মুক্তিযুদ্ধের সময়কার হতে পারে। এটি হয়তো বহুদিন মাটির নিচে চাপা ছিলো, কিংবা কেউ অন্য কোনো জায়গা থেকে এনে এখানে রেখেছে। তবে পুলিশ সময়মতো আমাদের খবর দেওয়ায় বড় কোনো দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।’

এ ঘটনার পর স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এলাকাবাসী দ্রুত তদন্ত করে পুরো বিষয়টি পরিষ্কার করার দাবি জানিয়েছেন।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪